শিশুসাহিত্যিক মোহাম্মদ মোদাব্বেরের আজ জন্মদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০৬, ২০২৫
শিশুসাহিত্যিক মোহাম্মদ মোদাব্বেরের আজ জন্মদিন। ১৯০৮ সালের ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার বশিরহাট মহকুমার হাড়োয়া গ্রামে তার জন্ম।
১৯২২ সালে স্যার আরএন মুখার্জী বিদ্যালয় থেকে মোদাব্বের প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাস করেন। ১৯২৮ থেকে ১৯৩২ সাল পর্যন্ত সাপ্তাহিক ও দৈনিক দ্য মুসলমান পত্রিকায় তিনি সাংবাদিকতা করেন।
১৯৩৩ সালে নেতাজী সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড পত্রিকায় কাজ করেন। ১৯৩৫ সালে সাপ্তাহিক মোহাম্মাদীতে যোগদান করেন। ১৯৩৬ সালে দৈনিক আজাদ পত্রিকায় বার্তা সম্পাদক নিযুক্ত হন। ১৯৪৮ সালে দৈনিক ইত্তেহাদে যোগদান করেন।
১৯৪৯ সালের ১৫ আগস্ট তিনি ঢাকায় নিজের সম্পাদনায় তিনি পাকিস্তান নামের অর্ধ সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। এটি ১৯৬৫ সাল পর্যন্ত তার সম্পাদনায় প্রকাশিত হয়। ১৯৫১ সালের ডিসেম্বরে দৈনিক মিল্লাত প্রকাশিত হলে তিনি তার প্রধান সম্পাদক নিযুক্ত হন।
১৯৫৮ সালে তিনি পাকিস্তান রেডক্রস পরিচালিত মাসিক জুনিয়র রেডক্রস পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। তিনি ছিলেন ঢাকা থেকে প্রকাশিত মাসিক মুকুলের সম্পাদক মণ্ডলির সদস্য।
মোহাম্মদ মোদাব্বের রচিত বইগুলো হচ্ছে: হীরের ফুল, তাকডুমাডুম, মিসেস লতা সান্যাল ও আরও অনেকে, কিসসা শুনো, গল্প শুনো, ডানপিটের দল, জাপান ঘুরে এলাম, প্রবাল দ্বীপে, সাংবাদিকের রোজনামচা, আনলো যারা জীয়নকাঠি এবং সন্ধানী আলো।
১৯৬৫ সালে শিশুসাহিত্যে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। এছাড়া ১৯৭৯ সালে পান একুশে পদক। ১৯৮৪ সালের ২১ এপ্রিল তিনি মারা যান।























