সুন্দরীদের অন্তর্বাস খুলতে বলেন আয়োজকরা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ১৪, ২০২৩

মিস ইউনিভার্স অর্গানাইজেশন শনিবার জানিয়েছে, তারা ইন্দোনেশিয়ার আয়োজকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এবং চলতি বছরে দেশটিতে তাদের এ প্রতিযোগিতা বাতিল করেছে। প্রতিযোগীরা স্থানীয় আয়োজকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পরেই এমন সিদ্ধান্ত নিল মিস ইউনিভার্স।

 

সম্প্রতি ইন্দোনেশিয়ায় মিস ইউনিভার্সের ছয় প্রতিযোগী পুলিশে অভিযোগ করে, স্থানীয় আয়োজকরা একটি রুমে শারীরিক পরীক্ষার নামে তাদের অন্তর্বাস খুলতে বলে। সেখানে দুই ডজন লোক উপস্থিত ছিল। যাদের মধ্যে ছিল পুরুষরাও। এরপর তাদের টপলেস পরা অবস্থায় ছবি তোলা হয়।

 

নিউ ইয়র্কভিত্তিক মিস ইউনিভার্স এরপরেই পিটি ক্যাপেল্লা স্বস্তিকা কারিয়া সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। এই কোম্পানিটি ইন্দোনিয়ায় মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজনের দায়িত্বে ছিল।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (যা আগে টুইটার ছিল) মিস ইউনিভার্স বিবৃতিতে বলেছে, ইন্দোনেশিয়ায় মিস ইউনিভার্সে যা হয়েছে, এতে এটা পরিষ্কার সেখানকার আয়োজকেরা আমাদের ব্র্যান্ডের মানদণ্ড, নীতিমালা ও প্রত্যাশা অনুযায়ী চলছে না।

 

উল্লেখ্য, চলতি বছরে ২৯ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ইন্দোনেশিয়ায় ২০২৩ সালের জন্য মিস ইউনিভার্সের প্রতিযোগিতার নানা পর্ব অনুষ্ঠিত হয়। সেখানেই এসব যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সূত্র: আল জাজিরা ও সিএনএন