দিল্লিতে দেয়াল ধসে নিহত ৮

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ১০, ২০২৫

ভারতের রাজধানী দিল্লির হরিনগরে ভারি বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে সাতজন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানান।

দিল্লি দমকল বিভাগ জানায়, শনিবার সকাল ৯টা ১৬ মিনিটে দেয়াল ধসের বিষয়ে একটি ফোন আসে। এরপর  সঙ্গে সঙ্গে ৩টি দমকলের গাড়ি ও পুলিশের দল ঘটনাস্থলে পাঠানো হয়।

পুরিশ জানায়, নিহতদের মধ্যে নাম শনাক্ত করা হয়েছে। তারা হলেন: শাবিবুল (৩০), রাবিবুল (৩০), মুত্তু আলি (৪৫), রুবিনা (২৫), ডলি (২৫), রুখসানা (৬) এবং হাসিনা (৭)। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নির্ধারিত হয়নি।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় দিল্লির প্রধান আবহাওয়া কেন্দ্র সাফদারজং-এ ৭৮.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রগতি ময়দানে ১০০ মিলিমিটার, লোধি রোডে ৮০ মিলিমিটার, পুসায় ৬৯ মিলিমিটার এবং পালামে ৩১.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

কয়েক দিনের বিরতির পর আবারও দিল্লির বেশির ভাগ এলাকায় মৌসুমী বৃষ্টিপাত শুরু হয়েছে। ২ কোটি জনসংখ্যার এই শহরে ভারি বৃষ্টিপাতের কারণে অনেক সড়ক ডুবে গেছে এবং যান চলাচলে বিঘ্ন ঘটেছে। সূত্র: এনডিটিভি