নাফিজ রেদওয়ান শান্তর ভালবাসার কবিতা

প্রকাশিত : নভেম্বর ০৫, ২০১৯

কালো আলোয় ভালোবাসা

 

তোমার ভালোবাসার কফিনে আজ শেষ পেরেকটাও ঠুকে দিলাম

ভালবাশা আজ মৃত

তোমাকে আমি ভালবাসিনা, তুমি আমার কাছে মৃত

যখন চলে যাচ্ছিলে তোমাকে ফেরানোর শক্তি আমার ছিলোনা

ছিলো না চিৎকারের জোড়টাও

হারিয়ে ফেলেছিলাম সেই পথে

আমার ভালবাসা অনেক তুচ্ছ ছিল

ঠুনকো কাচের চুরির মত, আছড়ে ভেঙ্গেছো আমার ভালবাসাকে 

আমি জানতাম না ভালবাসতে ফাঁদ লাগে, জাল লাগে, খাদ লাগে

ভালোবাসা আজ মৃত, কবরের কালো আলোয় শুয়ে থাকবে আমার ভালোবাসা

তুমি আর এসোনা, অশরীরী হয়ে আমার ছায়া মাড়িও না

আমি জেনে গেছি ভালবাসা ভাল না।

 

 

খুনি ভালবাসা

 

লাল ইটের রাস্তায়, নাহয় ঘাসের মাঠে

রুপার নুপুর ভিজবে শিশির জলে

চুরির শব্দে ঘুম ভাঙ্গবে পাখির

বাতাসে ভাসবে বুনো ফুলের সুবাস

পথ হারিয়ে খুজে পাবে তুমি নতুন পথ

রুপালি বৃষ্টির ফোটায় মিছে আছে রক্তের লোনা গন্ধ

বৃষ্টি এখন খুনি ছোরার মত

এলোমেল বাতাসে ছুটে আসে

ভালবাসার খুনি হতে

খুন হবে আজ ভালবাসা

লাল ইটের রাস্তায় মিশে যাবে তার চিৎকার

খুনে বৃষ্টি থামবে, ভ্রুকুটি হানবে, মুচকি হাসবে

ভালবাসার লাশ পড়ে থাকবে চেনা রাস্তায়

রুপালি বৃষ্টি, লোনা গন্ধ, আর খুনে ছোরা

জেগে থাকবে আরেকটা খুনের জন্য...   

 

 

আমাদের কর্পোরেট ভালবাসা

 

অফিস থেকে বাসায় ফিরে দরজার তালা খোলাটা এখন বিষাদ ময়

কলিং বেলটা আর বাজে না, টেপাই হয় না

দরজার পিপ হোলে চোখে আনন্দ নিয়ে কেউ দেখে ন

দরজার বাইরে দাড়িয়ে টেলিভিশনের শ্রিময়ির সিগনেচার টিউন শোনা হয় না

দরজায় দাড়িয়ে রাতের নৈশ ভোজের কি ব্যাবস্থা বোঝা হয় না

অর্ধেক পথ পাড়ি দিয়ে মুঠোফোনে কল দিয়ে বাসায় কি লাগবে জিজ্ঞেস করা হয় না...

ছুটির দিন সকালে খিচুরি ডিম ভাজির আবদার করা হয় না

কেউ মনে করিয়ে দেয় না গতকাল এই কাপড়টাই পড়ে ছিলাম

লাঞ্চ বক্সটা কেউ হাতে দিয়ে বলে না বাইরে খেয়ো না

ঘুম থেকে উঠিয়ে জিমে যাবার জন্য তাড়া খাওয়া হয় না

ঘরে ফিরে আর কথা হয় না, জীবন নিয়ে তর্ক হয় না

১০২৫  স্কয়ার ফিটে অগণিত তেলাপোকা টিকটিকি কীট পতঙ্গ সাথী আমি

জীবনটা এখন জীবিকার জন্য ছুটে চলা

টাকা টাকা আর টাকা

দুধ চা আর বেনসন লাইট

এ সলিড কম্বিনেশন অফ লাইফ