নুসরাত হত্যা: আ.লীগ অফিসে ফাঁসির দণ্ডপ্রাপ্তের মুক্তির জন্য দোয়া

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২১

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির কারামুক্তি ও সুস্থতা কামনা করে বুধবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টো, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, জেলা পরিষদের সদস্য নাছির উদ্দিন আরিফ ভুঁইয়া, চরচান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম মানিক, বগাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন বাবুল, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরু মেম্বার, ইউপি সদস্য গেধু মিয়া ভুঁইয়া, দীন মোহাম্মদ, মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন টিপু ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ যুবলীগ, ছাত্রলীগের উল্লেখযোগ্য নেতাকর্মীরা।

যাদের কারামুক্তি ও সুস্থতা চেয়ে এই আয়োজন তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিন ও সাবেক পৌর কাউন্সিলর পৌর আওয়ামী লীগ নেতা মাকসুদ আলম। এ সময় কার্যালয়ে রুহুল আমিনের একটি ছবিও টানানো হয়।

সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মফিজুল বলেন, “এই কর্মসূচি সম্পর্কে আমি অবগত নই।” এছাড়া বিষয়টি নিয়ে অবগত নন জানিয়ে কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনও।

উল্লেখ্য, ২০১৯ সালে ২৪ অক্টোবর নুসরাত জাহান রাফিকে নির্মমভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদদৌলা, আওয়ামী লীগ নেতা রুহুল আমীন ও কাউন্সিলর মকসুদ আলমসহ ১৬ জনের ফাঁসির আদেশ দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ।

বর্তমানে চাঞ্চল্যকর এ হত্যা মামলাটি হাইকোর্টের আপিল বিভাগে ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষায় রয়েছে।