পাকিস্তানে ভারি বৃষ্টি, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ১৭, ২০২৫

পাকিস্তানে ভারি বৃষ্টির কারণে বিভিন্ন দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৫৪ জন মারা গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বৃহস্পতিবার এ তথ্য জানায়।

জুনের শেষদিকে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ১৮০ জনে দাঁড়িয়েছে। বুধবার সকাল থেকে পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানে প্রায় বিরতিহীনভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

রাওয়ালপিন্ডি শহরের মধ্যদিয়ে প্রবাহিত একটি নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেন, “গত ২৪ ঘণ্টায় পাকিস্তানজুড়ে ৫৪ জনের মৃত্যু এবং ২২৭ জন আহত হয়েছে। বেশির ভাগ মৃত্যুর খবর পাওয়া গেছে পাঞ্জাব প্রদেশ থেকে।”

তিনি আরও বলেন, “২৬ জুন বর্ষা মৌসুম শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭০ শিশুসহ প্রায় ১৮০ জন মারা গেছে। এছাড়া বিভিন্ন দুর্ঘটনায় প্রায় ৫০০ জন আহত হয়েছে।”

জনগণকে ঘরে রাখার জন্য বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করেছে রাওয়ালপিন্ডি সরকার। জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করেছে যে শুক্রবার পর্যন্ত ভারি বৃষ্টি অব্যাহত থাকবে।

এর আগে ২০২২ সালে দেশটিতে ভারি বৃষ্টি ও বন্যায় ১ হাজার ৭০০ জন মানুষ মারা যায়। সূত্র: এএফপি