প্রকাশ্যে ছুরির আঘাতে সিলেটে যুবককে হত্যা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ০৮, ২০২৫

সিলেট নগরীর ক্বীন ব্রিজ এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে প্রকাশ্যে ছুরির আঘাতে ময়মনসিংহ জেলার মেরেঙ্গা গ্রামের বাসিন্দা লোকমান মিয়ার ছেলে ডালিমকে (৩৫) হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডালিমকে ছুরি দিয়ে আঘাত করে সবার সামনে দিয়ে হেঁটে চলে যায় ঘাতক। তার হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ তাকে ধরতে এগিয়ে আসার সাহস পায়নি। পরে প্রত্যক্ষদর্শীরা আহত ডালিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ছিনতাইকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। মরদেহ তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।”