
বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ৭ জুন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মে ২৮, ২০২৫
বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী ৭ জুন দেশজুড়ে ত্যাগের মহিমায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন হবে।
আজ বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ধর্ম উপদেষ্টা বলেন, “জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ৭ জুন (শনিবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। দেশবাসীকে আগাম ঈদ মোবারক রইলো।”
সভায় আরও উপস্থিত ছিলেন: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, চাঁদ দেখা কমিটির সদস্যরাসহ ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।