ভারতে ফুটবল নিষিদ্ধ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ১৬, ২০২২

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ভারতের ফুটবল ফেডারেশনকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে। আজ মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে নিষেধাজ্ঞার খবর জানায় ফিফা।

বিবৃতিতে ফিফা জানিয়েছে, ব্যুরো অব ফিফা কাউন্সিল সর্বসম্মতভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এই সংস্থায় তৃতীয় পক্ষের অনুচিত প্রভাবের ফলে ফিফা সনদের পরিষ্কার লঙ্ঘন হয়েছে।

এখন এআইএফএফ’র ক্ষমতায় রয়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স। এর বদলে যেদিন থেকে নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি এআইএফএফ’র দৈনন্দিন কাজকর্ম দেখতে শুরু করবে, সেদিন থেকে এই নির্বাসনের শাস্তি উঠে যাবে।

১১ অক্টোবর থেকে ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজন নিয়ে ফিফা বিবৃতিতে বলেছে, নির্বাসনের অর্থ হলো, ভারত অক্টোবরে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে পারবে না। এই প্রতিযোগিতা নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে ফিফা চিন্তা-ভাবনা করছে।

বিবৃতির শেষে ফিফা বলেছে, ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে তারা যোগাযোগ অব্যাহত রেখেছে। এখনও ইতিবাচক সমাধান সম্ভব বলে আশাবাদ সংস্থাটি।

জানা গেছে, এআইএফএফের সাবেক সভাপতি প্রফুল প্যাটেলকে দায়িত্ব থেকে সরিয়ে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরসের (সিওএ) মাধ্যমে সংস্থাটি পরিচালিত হচ্ছে। সুপ্রিম কোর্ট এআইএফএফকে জাতীয় ফেডারেশনের নির্বাচনেরও নির্দেশ দিয়েছিল।

ফুটবল ফেডারেশনের ওপর আদালতের এই খরবদারি সহজভাবে নেয়নি ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আদালতের খবরদারিকে তাদের সনদের পরিষ্কার লঙ্ঘন হিসেবে গণ্য করে। চলতি মাসের শুরুর দিকে কড়া ভাষায় এআইএফএফকে সতর্ক করে চিঠি দিয়ে সতর্ক করেছিল ফিফা। এরপরও কার্যকরী পদক্ষেপ নিতে না পারায় নিষেধাজ্ঞায় পড়তে হল দেশটিকে।

এদিকে ফুটবল ফেডারশনের বিষয়টি এখনও সুপ্রিম কোর্টর বিচারাধীন। ফেডারেশনের নির্বাচন নিয়ে দেশের সর্বোচ্চ আদালত কী রায় দেয়, তার ওপর অনেকটাই নির্ভর করছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ।

সূত্র: এনডিটিভি, উইওন ও আনন্দবাজার পত্রিকা