মারিয়া সালামের গদ্য ‘মহানবিকে ধারণ করলে কেন দেশের এ অবস্থা!’

প্রকাশিত : অক্টোবর ২৭, ২০২০

ফেসবুক খুললেই দেখি, we_love_mohammad_ﷺ_challenge আর boycott France. আজ দেখি, তৌহিদি জনতা গেছে ঢাকাস্থ ফ্রেঞ্চ এম্বাসি ঘেরাও করতে। একজন লিখেছে, নবি মুহাম্মদ (সা.) আমাদের অন্তরে।

দেখে খুব অবাক লাগছে, এরকম প্রায় অশিক্ষিতের দেশে এত মানুষ এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ও রাজনীতিবিদকে, তার দীক্ষা অন্তরে ধারণ করছে! আমার একটাই প্রশ্ন, মহানবিকে অন্তরের এত গভীরে সত্যিকার অর্থেই যদি ধারণ করতো, তাহলে দেশের এই অবস্থা কেন?

কেউ বলতে পারবেন, তাঁর দেখানো কোনো একটা পথে কেউ হাঁটছেন? কেউ বলতে পারবেন, নিজে অভুক্ত থেকে কেউ ক্ষুধার্ত প্রতিবেশীর মুখে খাবার তুলে দিয়েছেন? অনেকেই দান করেন, তবে নিজের জন্য জমিয়ে রাখা অঢেল থেকে ছোট্ট একটা অংশ। তাতে যিনি হাত পেতেছেন তার একবেলার অন্ন হয় না।

মুহাম্মদকে যারা ভালোবাসেন বলে দাবি করেন, তারা ঠিকমতো যাকাত আদায় করেন? আত্মীয়ের হক? বা জীবনে একটা দিনের জন্য মিথ্যা বলা বন্ধ রেখেছেন? এত কথা বাদ, আল্লাহকে ও সত্যকে ভালোবেসে মুহাম্মদ যেসব ত্যাগ করেছেন, তার একবিন্দু করতে আপনারা প্রস্তুত?

আল্লাহর নামে চোরাগুপ্তা হামলা করে মানুষের গলা কাটা যতটা সহজ, তারচেয়ে কয়েকশো গুণ কঠিন কাজ মানুষকে নিজের উদারতা দেখিয়ে মুগ্ধ করে নিজের পথে টেনে আনা, বন্ধু বানানো।

প্রত্যেক রাষ্ট্রনায়ককে সময়ের প্রয়োজনে হত্যা করতে হয়েছে, মুহাম্মদও করেছেন। কিন্তু উনি কি আপনাদের মতো সারাদিন মারমার কাটকাট করেছেন নাকি ধৈর্যশীল হয়ে, অত্যাচার সহ্য করে আগে নিজের ভীত শক্ত করেছেন? কাঁটাঅলা বুড়ির গল্প থেকে কি সে শিক্ষা পাননি?

আসলেই পাননি, পেলে কথায় কথায় হাতে লাঠিসোটা বা চাপাতি নিয়ে দৌড়াদৌড়ি না করে একজন মানুষ এবং মুসলিম হিসেবে নবির শিক্ষা আমল করতেন। কথায় কথায় ব্যর্থ ঝাপাঝাপি না করে, নিজের বুদ্ধি খরচ করে এমন ব্যবস্থা করতেন, যাতে করে আপনি নিজের সম্মান আর ক্ষমতা নিয়ে বাঁচতে পারেন।

নবি যা বলেছেন তা পালন করার সাথে সাথে উনি যা করেছেন সেসব করার একটা ব্যর্থ চেষ্টাও যদি করতেন, আপনার অবস্থান এমন থাকত? মনে রাখবেন, কথায় কথায় হাতে চাপাতি নিয়ে ঘুরে ঘুরে এবং নিজেকে একজন মুসলিম হিসেবে পরিচয় দিয়ে, আপনি নিজেই প্রমাণ করেছেন, মুসলিমরা সন্ত্রাস পছন্দ করে। মানুষের গলা কাটা ছাড়া তাদের আর কাজ নেই।

ইসলাম শান্তির ধর্ম আর মুহাম্মদ একজন মহামানব, সেটা বর্তমান বিশ্বের একজন মুসলিমকে দেখেও কি বুঝার উপায় আছে? লাভ মুহাম্মদ চ্যালেঞ্জ না খেলে বা লাঠিসোটা হাতে অন্যেকে ঘেরাও না করে নিজ নিজ জায়গা থেকে মুহাম্মদের দেখানো অন্তত একটা কাজ আমল করুন, জ্ঞান অর্জন করুন, বিজ্ঞান চর্চা করুন, আপনার আর পিছে ফিরে দেখতে হবে না।

লেখক: কথাসাহিত্যিক ও গণমাধ্যমকর্মী