হাসিনা-কাদেরসহ ৪০৫ জনের বিরুদ্ধে মামলা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মে ২৮, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নাম উল্লেখ করে ৪০৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার নয়ন মিয়া মঙ্গলবার সদর থানায় এ মামলা করেন।

এজাহারে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে। আজ বুধবার বিকেলে সদর থানার এসআই জিয়াউর রহমান এ তথ্য জানিয়েছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন: জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, পৌর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, তার ছেলে জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হোসাইন শরিফ সঞ্চয়, তার শ্যালক শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, জেলা বিএনপির বহিষ্কৃত নেত্রী বিউটি বেগম প্রমুখ।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট আসামিরা কাটা রাইফেল, অস্ত্র, ককটেল, হাতবোমা ও লাঠিসোটা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা করেন। তারা গুলিবর্ষণ করলে বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার পলাশ মিয়ার ছেলে নয়ন মিয়ার শরীরের বিভিন্ন স্থানে লেগে গুরুতর জখম হয়। আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে হামলাকারীরা পালিয়ে যান। পরবর্তীতে তিনি চিকিৎসা নেন। বর্তমানে মামলার পরিবেশ থাকায় তিনি এ মামলা করলেন।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নয়ন মিয়া বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”