সংগৃহিত

সংগৃহিত

আজ কবি আল মাহমুদের জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ১১, ২০১৮

সমকালীন বাংলা ভাষার অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৮৩তম জন্মদিন আজ। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তিনি একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক।

 

শুধু কবিতা বা শিল্প চর্চা নয় ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন। তিনি সরকারবিরোধী দৈনিক গণকণ্ঠ পত্রিকা সম্পাদনা করেছেন। তিনি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণকাহিনী, আত্মজীবনীসহ বিবিধ বিষয়ে বহু গ্রন্থ রচনা করেছেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাকভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন।

 

এদিকে, কবির জন্মদিন উপলক্ষে ‘কবি আল মাহমুদের ৮৩তম জন্ম উৎসব উদযাপন কমিটি’ আজ দুপুরে রাজধানীর বড় মগবাজারে কবির বাসভবনে জন্মদিন উদযাপন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। সাহিত্য সমালোচকদের মতে, বাংলা কবিতায় নতুন সম্ভাবনার নাম `আল মাহমুদ`। পশ্চিমবঙ্গের কবিরা যা পারেননি। তার সাহিত্য যেন নতুন এক দিগন্ত ।

 

আল মাহমুদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে ‘সোনালী কাবিন’, ‘অদৃষ্টবাদীদের রান্নাবান্না’, ‘একচক্ষু হরিণ’, ‘মিথ্যাবাদী রাখাল’, ‘আমি দূরগামী’, ‘দ্বিতীয় ভাঙন’, ‘উড়ালকাব্য’ অন্যতম। ‘কাবিলের বোন’, ‘উপমহাদেশ’, ‘ডাহুকি’, ‘আগুনের মেয়ে’, ‘চতুরঙ্গ’ ইত্যাদি তার উল্লেখযোগ্য উপন্যাস। ‘যেভাবে বেড়ে উঠি’ তার উল্লেখযোগ্য আত্মজীবনী গ্রন্থ।