কথাসাহিত্যিক রবিশংকর বল আর নেই

ছায়াবীথি শ্যামলিমা

প্রকাশিত : ডিসেম্বর ১২, ২০১৭

পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক  রবিশংকর বল আর নেই। খবরটি নিশ্চিত করেছেন পশ্চিমবঙ্গের আরেক খ্যাতিমান কথাসাহিত্যিক অমর মিত্র।
রবিশংকরের বন্ধু ও চলচ্চিত্রকর্মী ল্যাডলী মুখোপাধ্যায় গণমাধ্যমকে জানান, মঙ্গলবার ভোর ৪টায় রবিশংকর মারা যান। কয়েক দিন ধরেই রবিশংকর কলকাতার বিআরসিং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাকে ভেন্টিলেশন দেয়া হয়। চিকিৎসকরা জানান, মৃত্যুর আগে কোনও ওষুধই কাজ করছিল না।
আজীবন চুপচাপ স্বভাবের এ মানুষটি ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। ৩০ বছর ধরে তিনি লিখেছেন ১৫টির বেশি উপন্যাস। রয়েছে পাঁচটি ছোটগল্পের সংকলন। ধীমান এ মানুষটি কবিতা ও শিল্পসাহিত্যবিষয়ক প্রবন্ধও রচনা করেছেন। সম্পাদনা করেছেন উর্দু লেখক সাদত হাসান মান্টোর নির্বাচিত রচনার বাংলা অনুবাদ সংকলন।
‘দোজখ্‌নামা’ উপন্যাসটির জন্য রবিশংকর পান পশ্চিমবঙ্গ সরকার প্রবর্তিত বঙ্কিমচন্দ্র স্মৃতি পুরস্কার।

গ্রন্থনা: ছায়াবীথি শ্যামলিমা