কাজল শাহনেওয়াজের কবিতা সমগ্র

আকরাম খান

প্রকাশিত : মার্চ ১৩, ২০১৮

ভালো গদ্য আমাকে একটু আয়োজন করে পড়তে হয়। লাগে নীরবতা, অখণ্ড মনোযোগ। কিন্তু কৈশোর থেকেই হাটে বাসে পার্কে আমি অনায়াসে কবিতা পড়তে পারি। ভাগ্যিস এবার বইমেলায় অল্প কিছু বইয়ের মধ্যে কাজল ভাইয়ের কবিতা সমগ্র কেনা হয়েছিল। আগেই তার বেশ কিছু কবিতা আমার পড়া ছিল। এবার কবিতা সমগ্র থেকে পড়লাম আরও অনেকগুলো।

প্রথমে ভেবেছিলাম, কাজল ভাইতো এখনও সৃজনশীল, সম্পূর্ণ সচল, তাহলে কবিতা সমগ্র কেন। পরে কিছুদিন তার সাথে মিশে বুঝলাম, কবিতা সমগ্র হচ্ছে পূর্ণ উদ্যমে একটা নতুন ইনিংস শুরু করবার জন্য পুরনো ইনিংসের সমাপ্তি। শিল্পতরু থেকে ফৃ স্কুল স্ট্রিট, ছোট কাগজের এই দীর্ঘ সংগ্রামে কাজল শাহনেওয়াজ একজন আপোষহীন সৈনিক। তার কবিতা বাস্তবতার বিকল্প পাঠ। স্বর- ব্যক্তিগত, ধরন- অপ্রাতিষ্ঠানিক, ভঙ্গি- তির্যক।

ইতিহাস রাজনীতি সমাজের নানা অনুসঙ্গ কাজল ভাই খুব সহজে তার কবিতায় মেশাতে পারেন। তার মতোই তার কবিতাও আটপৌরে প্রাত্যহিক এবং কৌতুকপ্রবণ। সমসাময়িক মানুষের মনন আর জীবনের মতোই তার কবিতা দ্বার্থক। অনেক কিছু বলে প্রায় কিছুই না বলার ভঙ্গিতে। প্রতিষ্ঠান কাজল শাহনেওয়াজের কবিতাকে কখনোই স্বিকৃতি দেবে না। কারণ সবঅর্থেই তার কাব্য প্রাতিষ্ঠানিক রীতির বিপরীতে অবস্থান করে।

অবশ্য কাজল ভাই স্বিকৃতি নিয়ে মোটেই চিন্তিত নন। তিনি তার ছোট স্টাডিরুমে কম্পিউটারের সামনে বসে কবিতার ছলে ছোট ছোট কোড রচনা করতেই ব্যস্ত। যে কোডগুলোর অন্তর্নিহিত অর্থ শুধু রসিকরা উন্মোচন করতে সক্ষম। কাজল ভাই আপনাকে বলতে চাই, চালিয়ে যান। চালিয়ে যান ভিনদাস।

লেখক: কবি ও চলচ্চিত্রনির্মাতা

একুশে বইমেলা ২০১৮