কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় তরুণীর মৃত্যু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ১৮, ২০১৮

বান্ধবীর সঙ্গে ঘুরতে বেরিয়েছিল শুভা। কানে হেডফোন লাগিয়ে হাঁটছিল রেললাইনের ওপর। পেছন থেকে কখন যে ট্রেন এসে গেছে, সে টেরই পায়নি। এই ভুলের খেসারত মৃত্যু দিয়েই তাকে দিতে হলো।

ঘটনাটি ঘটে নরসিংদীতে, শুক্রবার রাত ৮টায়। নরসিংদী রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুভা আক্তার শুক্রবার সন্ধ্যায় তার কয়েকজন বান্ধবীসহ সদর উপজেলার বাদুয়ারচর ব্রিজ এলাকায় ঘুরতে যায়। ঘটনার সময় কানে হেডফোন লাগিয়ে শুভা রেললাইনের উপর দিয়ে হাঁটাহাটি করছিল।

সূত্র আরো জানায়, পেছন দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবমুখি একটি ট্রেন কখন যে তার কাছাকাছি চলে আসে, সে টেরই পায়নি। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কায় সে ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, ‘রেল লাইনে দাঁড়িয়ে কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে কথা বলার কারণে ওই শিক্ষার্থী বেখেয়ালি থাকায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নিহত শুভা আক্তার (২২)  বাদুয়ারচর এলাকায় নিহত শুভা আক্তার নরসিংদী শহরের ভেলানগর এলাকার ব্যবসায়ী খোকন মিয়ার মেয়ে। সে নরসিংদী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রী ছিল।