কেমন আছে কুবের, মালা, কপিলারা?

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মে ১৮, ২০১৮

বাংলার নদীবিধৌত জনপদের গল্পনির্ভর চলচ্চিত্র নিয়ে আসছেন নির্মাতা রাশিদ পলাশ। নাম ‘পদ্মাপুরাণ’। রাজশাহীতে এরই মধ্যে সিনেমার ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি অংশের শুটিং হবে ঈদের পরে মানিকগঞ্জে।

এতে একজন মাদক ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী চম্পা। অপরদিকে শিখণ্ডী (তৃতীয় লিঙ্গ) সম্প্রদায়ের প্রধানের চরিত্রে রয়েছেন অভিনেত্রী শম্পা রেজা। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া মাহি।

রাশিদ পলাশ গণমাধ্যমকে বলেন, “পদ্মাপুরাণ মূলত নদী পাড়ের গল্প। বর্তমান সময়ে নদীকেন্দ্রিক যে জীবন, তা আর নেই। নদী পাড়ের যে পরিবর্তনগুলো আমরা আজ দেখি, তাই মূলত আমার সিনেমার গল্প। নদীপাড়ে অভাব বেড়েছে, শিক্ষা নেই, নেই মানবিকতা। সবচেয়ে ভয়ানক হলো, অপরাধমূলক কাজ বেড়ে গেছে। তাহলে কেমন আছে সেই কুবের, মালা, কপিলারা? আমার সিনেমার দর্শন মূলত এমন।”

রায়হান শশীর চিত্রনাট্যে ‘পদ্মাপুরাণ’ সিনেমাটি প্রযোজনা করছে পুণ্য ফিল্মস। রাজশাহীর পদ্মার পাড়ে ‘পদ্মাপুরান’ চলচ্চিত্রের চিত্রায়ণের কাজ উদ্বোধন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।