চলচ্চিত্রকার বাদল রহমান স্মরণে স্মারক বক্তৃতা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ০৭, ২০১৮

মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার এবং বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ বাদল রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী ১১ জুন। ২০১০ সালের এদিনে ৬২ বছর বয়সে তিনি মারা যান। তিনি ছিলেন দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্রের নির্মাতা ও চলচ্চিত্র শিক্ষক।

গত শতাব্দীর ষাটের দশকের উত্তাল রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাদল রহমান ছিলেন সামনের সারির সাংস্কৃতিক ব্যক্তিত্ব। দেশীয় চলচ্চিত্র শিক্ষার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে আজীবন তিনি কঠোর পরিশ্রম করে গেছেন। মৃত্যুকালেও তিনি ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি প্রতি বছরের মতো এবছরও চলচ্চিত্রকার বাদল রহমানকে স্মরণ করে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা’র আয়োজন করতে যাচ্ছে। এবার সপ্তম বারের মতো এ স্মারক বক্তৃতা আয়োজিত হচ্ছে। এবছর বাদল রহমান স্মারক বক্তৃতা ও বাদল রহমান স্মরণ আয়োজনে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটিকে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এ বছর বাদল রহমান স্মারক বক্তৃতার বক্তা বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক, লেখক ও চলচ্চিত্র সংসদকর্মী মাহমুদুল হোসেন। বক্তৃতার বিষয় ‘বাংলাদেশের চলচ্চিত্র: বিকল্প আধুনিকতা ও বিউপনিবেশায়ন’।

‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৮’ ৯ জুন ২০১৮, শনিবার, বিকাল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে।

স্মারক বক্তৃতার পূর্বে বাদল রহমান স্মরণে স্মৃতিতর্পণে অংশগ্রহণ করবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী, বিশিষ্ট চলচ্চিত্র শিক্ষক ও চলচ্চিত্র নির্মাতা হায়দার রিজভী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। বাদল রহমান স্মরণ ও বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৮ এর আয়োজনে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।