‘জাদুকরের মৃত্যু’তে পাওয়া যাবে দুর্গত বাংলাদেশ

মো. খালিদ সাইফুল্লাহ ফয়সল

প্রকাশিত : সেপ্টেম্বর ১৮, ২০১৮

যাদুকরের মৃত্যু বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ রচিত একটি গল্পগ্রন্থ। এই গ্রন্থে মোট পাঁচটি গল্প সংকলিত হয়েছে। হুমায়ুন আজাদ প্রতিটি গল্পের বয়ান দিয়েছেন প্রতীকীভাবে। এটি তার একমাত্র প্রকাশিত গল্পগ্রন্থ।

আজাদ এই বই উৎসর্গ করেছেন তার মাতা জোবেদা খাতুনকে। বইয়ে অন্তর্ভুক্ত যাদুকরের মৃত্যু গল্পের নামেই এই বইয়ের শিরোনাম রাখা হয়েছে।

এই গল্পে হুমায়ুন আজাদ রূপকভাবে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমানের কথা বলেছেন। ভগত দু` দশকেরও বেশি সময়ে হুমায়ুন আজাদ লিখেছেন পাঁচটি বিস্ময়কর গল্পঃ ‘অনবরত তুষারপাত’, ‘মহান শয়তান’, ‘জাদুকরের মৃত্যু’, ‘জঙ্গল অথবা লাখ লাখ ছুরিকা’, এবং ‘আমার কুকুরগুলো।’ এ-গ্রন্থে সংকলিত হয়েছে সে- গল্পগুলো।

হুমায়ুন আজাদ স্থুল বাস্তবতা বা দুস্থ সুখদুঃখের গল্প বলেন নি; তিনি চেয়েছেন শিল্প সৃষ্টি করতে। তাঁর গল্প প্রতীকী, রূপক আর চিত্রকল্পখচিত, জীবনের গদ্য ও কবিতাই মিশ্রিত, যা এখানে আগে আর হয় নি। যেমন, ‘জাদুকরের মৃত্যু’ - এক অসামান্য গল্প, যাতে পাওয়া যাবে দুর্গত বাংলাদেশকে।

কিন্তু এ-গল্প ক্ষোভের নয়, বিদ্রোহের নয়, এ-গল্প জীবনের থেকে যা মহৎ, সে শিল্পকলার। হুমায়ুন আজাদের গল্পের পেছনে রয়েছে বাস্তব, কিন্তু তিনি তাকে রূপান্তরিত করে দিয়েছেন বাস্তবের থেকে মূল্যবান শিল্পকলায়। আর, কোনো কিছু সমালোচনার সীমানার বাইরে থাকতে পারেনা, যদিও তা হয়ে থাকে হুমায়ুন আজাদের উপন্যাস।

নিজের ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়ায় বলবো যে, যাদু শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হতে পারে। অলৌকিক যাদু, মঞ্চে দেখানো যাদুকরের যাদু কিংবা কাব্যিক যাদু। অলৌকিক যাদুগুলো পাওয়া যায় পৌরাণিক ও রূপকথার গল্পে। সিন্ডারেলার রূপকথায় যাদুর বুড়ি তার হাতের কাঠির সাহায্যে কুমড়াকে ঘোড়ার গাড়ি, ইঁদুরকে ঘোড়া এবং গিরগিটিকে গাড়ি চালক বানিয়ে ফেলেন।

তবে, হুমায়ুন আজাদের বইটি সেই যাদুর চেয়ে ভিন্ন।

আরক্তিম ছত্রের প্রাসাদের এক অনন্য সাহিত্য যেখানে গুটিকয়েক গল্পের সমাহার।

একথা সত্য যে জ্ঞানীরা ভবিষ্যতে আরো গবেষণা করবেন তাঁর উপন্যাস নিয়ে, কিন্তু তাঁদেরকে হুমায়ুন আজাদের উপন্যাস সমগ্রের উৎসের সন্ধানে বারবার ফিরে যেতে হবে দস্তয়েভস্কির “নোটস ফ্রম দ্যা আন্ডারগ্রাউন্ড”, আর হুমায়ুন আজাদের-ই ঐ পাঁচটি ছোটো গল্পে।

বইপ্রেমীদের হুমায়ুন আজাদ “যাদুকরের মৃত্যু” বইটি পড়ার সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি...।

একুশে বইমেলা ২০১৮