প্রকাশিত হচ্ছে স্বকৃত নোমানের ‘নির্বাচিত গল্প’

স্বকৃত নোমান

প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০১৯

কলকাতার ঐহিক প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে আমার ‘নির্বাচিত গল্প’ ইটি। বাংলাদেশ থেকে আমার নির্বাচিত গল্প সংকলন প্রকাশিত হওয়ার সময় এখনো হয়নি বলে মনে করি। তাহলে কলকাতা থেকে কেন? এই জন্য যে, কলকাতার পাঠকদের পক্ষে সম্ভব নয় আমার গল্পের বইগুলো খুঁজে খুঁজে পড়া। ঢাকার বই কলকাতায় সহজলভ্য নয়। ওখানকার পাঠকরা যাতে একটি বইয়ে আমার গল্পগুলো পড়তে পারে, সেজন্য গল্পকার ও প্রকাশক তমাল রায় বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন।

এ যাবৎ গল্প লিখেছি মোটে ৫১টি। সেগুলো থেকে বাছাইকৃত ২৩টি গল্প নিয়ে এ বই। আমিই বাছাই করেছি। কারণ, কোন গল্পটি পূর্ণতা পেয়েছে বা শিল্পের শীর্ষবিন্দুটি স্পর্শ করেছে বা বিন্দুর কাছাকাছি পৌঁছুতে সক্ষম হয়েছে, তা গল্পকারই প্রথমে টের পান। এ ২৩টি গল্পকে আপাতত শিল্পমানসম্পন্ন বলছি। আগামী দিনে হয়তো না-ও বলতে পারি। কারণ প্রত্যেক লেখকই প্রতিনিয়ত নিজেকে ভাঙেন। ভেঙে আবার নতুন করে গড়েন। আমার মধ্যেও এই ভাঙাগড়া চলমান। আমি প্রতিনিয়তই নিজেকে বাতিল করি, শিল্পসরণির বাঁক বদল করি।

বইটি প্রকাশের জন্য ঐহিক-এর প্রকাশক তমাল রায়কে অসংখ্য ধন্যবাদ। বইটির মাধ্যমে তিনি আমার গল্পকে বাংলাদেশের সীমানার বাইরে ভারতের বাঙালি পাঠকদের কাছে নিয়ে গেলেন। তার এই উদ্যোগ আমার কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। গল্পগুলো ভারতের বাংলা ভাষাভাষী পাঠকদের ভালো লাগতেও পারে। তমালদা এই অভাজনকে ভালোবেসে বইটি প্রকাশের জন্য যে টাকা বিনিয়োগ করেছেন, আশা করছি বইটি বিক্রির মাধ্যমে তা উঠে আসবে। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী নির্ঝর নৈঃশব্দ। তাকে আন্তরিক ধন্যবাদ।

গত বছর কলকাতার অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত হয় আমার উপন্যাস ‘কালকেউটের সুখ।’ উপন্যাসটি পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটের অভিযানের শো রুমে।

একুশে বইমেলা ২০১৮