ভেঙে পড়েননি মিথিলা, লড়ে গেছেন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ১১, ২০১৮

মিথিলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। এরপর যোগ দেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে। ২০১৫ সাল থেকে সময়টা আরও অস্থির হয়ে ওঠে তার জন্যে।

এ বছর থেকে স্বামী তাহসানের সঙ্গে অনানুষ্ঠানিক বিচ্ছেদ (সেপারেশন) শুরু হয়। এরপর অনেকেই ভাবে যে, আর বুঝি পড়াশুনা কিংবা চাকরি হবে না তার।

মিথিলা গণমাধ্যমকে বলেন, “মানসিক চাপ এবং দিনের ছোটাছুটির পর যখন পড়তে বসতাম, তখনই আমি কিছুটা শান্তি পেতাম। যদিও অনেক সময় ক্লান্ত হয়ে মাকে বলতাম, আর পারছি না। ছেড়েই দেব পড়া।”

কিন্তু তা তিনি ছাড়েননি। ভেঙেও পড়েনি তার মনের জোর। বরং নিজেকে নতুনভাবে তিনি গড়ে তুলেছেন। মনের জোর আর পড়ার অদম্য চেষ্টা অব্যাহত রাখেন। এ সংগ্রাম ২০১৬ সালের শেষ দিকে তার জন্যে ভালো ফল নিয়ে আসে। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরে সবচেয়ে ভালো ফলাফলের জন্য জেতেন চ্যান্সেলরস গোল্ড মেডেল।

বিয়ের পর তিনি এইচএসসি, অনার্স, মাস্টার্স, বিএড ও এমএড করেছেন। এভাবেই কাজ করে যেতে চান মিথিলা। ভালো গানও করেন এবং সময় পেলে নাটকে অভিনয় করেন। এভাবেই ধীরে ধীরে নিজেকে তৈরি করছেন তিনি।