মানুষের খুনে খুনে নদী হলো লাল

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২০, ২০১৮

মানুষের খুনে খুনে নদী হলো লাল
বিস্ময়ে হতবাক এই মহাকাল
জগতের বুকে এত বীভৎস রূপ
বিশ্ব বিবেক আজ তবু নিশ্চুপ!

এ কথাগুলোয় দরাজ কণ্ঠ ঢেলে সুরে সুরে মানবতার জয়গান গাইলেন বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী। মঙ্গলবার বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘বিশ্ব বিবেক’ গানটির অফিসিয়াল ভিডিও। এতে অংশ নিয়েছেন শিল্পী নিজেই।

গানটি নিয়ে সৈয়দ আবদুল হাদী বলেন, বিশ্বব্যাপী দুর্যোগ চলছে। মানবতার অবমাননার ঘটনা ঘটছে। একবিংশ শতাব্দীতে এসেও এসব দেখতে হচ্ছে। মানবতার অপমান সহ্য করার মতো নয়। এসব নিয়েই এ গান। চলমান রোহিঙ্গা সমস্যার কথা মাথায় রেখে সময়োপযোগী এ গানটি করা হয়েছে।

বিশ্ব বিবেক শিরোনামের এ গানটি লিখেছেন জাকির আবু জাফর। সুর ও সংগীতায়োজন করেছেন জোবায়েদ সুমন। ভিডিও তৈরি ও সম্পাদনা করেছেন সাদাত হোসাইন। বাংলাঢোলের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ‘বিশ্ব বিবেক’ থাকছে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, টেলিফ্লিক্স ও এয়ারটেলস্ক্রিনে।