রবীন্দ্রনাথ এবং নতুন লেখকের বই

জাকির তালুকদার

প্রকাশিত : অক্টোবর ২৬, ২০১৭

সহচররা লিখেছেন, সপ্তাহে দুইদিন রবীন্দ্রনাথ তাঁর কাছে আসা বইগুলো নিয়ে বসতেন। টেবিলের ওপর ডাঁই করে রাখা থাকত ৪০, ৫০, ৬০ খানা বই।
ঘণ্টা দুই পরে কবি বলতেন বইগুলো সরিয়ে নিতে।
সহচর সবিস্ময়ে জিজ্ঞেস করতেন-- এত তাড়াতাড়ি সব পড়া হয়ে গেল!
রবীন্দ্রনাথ একটু হেসে বলতেন-- দুই-চারটা করে পৃষ্ঠা উল্টালাম। ওতেই হয়ে যাবে।
তারপর সব লেখকের কাছে কবির স্বাক্ষরিত পোস্টকার্ড যেত-- ‘তোমার লেখায় অমুক গুণ দেখিয়া খুশি হইলাম।’