রাজীবের দু’ভাইয়ের দায়িত্ব নেবেন অনন্ত জলিল

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ২০, ২০১৮

সম্প্রতি দুই বাসের সংঘর্ষে নিহত হন রাজীব। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি বেশ আলোচিত হয়। জানা গেছে, তার দুই ভাইয়ের পড়াশোনার খরচ চালাতেন রাজীব। তার মৃত্যুর পর তাদের দায়িত্ব নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ব্যবসায়ী এবং চিত্রনায়ক অনন্ত জলিল।

জন্মদিনে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন ইচ্ছা প্রকাশ করেন অনন্ত জলিল।

এদিকে মৃত রাজীবের খালা গণমাধ্যমকে জানিয়েছেন, এতে তাদের আপত্তি নেই। তারা ঢাকায় অনন্ত জলিলের সঙ্গে দেখা করবেন। রাজধানীর যাত্রাবাড়ীতে তামিরুল মিল্লাত নামের একটি দাখিল মাদ্রাসায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পড়ে রাজীবের দুই ভাই মেহেদী হাসান (১৩) ও আবদুল্লাহ (১১)। তারা কোরআনে হাফেজ। মাদ্রাসার পাঠ চুকিয়ে হাসান সপ্তম শ্রেণিতে ও আবদুল্লাহ ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।

আগেই মারা গেছেন মা-বাবা। এবার হারালেন মাথার ওপর একমাত্র ছায়া ভাইকে।