রাবিতে আজ থেকে ভর্তি পরীক্ষা শুরু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২২, ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ সোমবার থেকে শুরু হয়েছে। এ বছর পাঁচটি ইউনিটে দশটি গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম দিন সকাল ৮টায় সি-১, সকাল ১০টায় সি-২ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হয়।  দুপুর ১২টায় ডি-১, আড়াইটায় ডি-২ এবং বিকাল সাড়ে ৪টায় বি-১ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল ৮টায় বি-২, সকাল ১০টায় ই-১, দুপুর ১২টায় ই-২, আড়াইটায় এ-১ এবং বিকাল সাড়ে ৪টায় এ-২ গ্রুপের পরীক্ষার মধ্যদিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে।

প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে। এ বছর পাঁচটি ইউনিটের আওতায় ৫৯টি বিভাগে মোট চার হাজার সাতশোটি আসনের বিপরীতে এক লাখ ৪৭ হাজার ৭৫০টি প্রবেশপত্র সংগ্রহ করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান জানান, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জালিয়াতি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।