লজ্জা কোথায় রাখবে এই স্বাধীন জাতি

লুনা আহমেদ

প্রকাশিত : জানুয়ারি ১০, ২০১৯

১৯৭১ একটি সাল। ১৬ ডিসেম্বর স্রেফ একটি তারিখ। কিন্তু আমাদের কাছে অনেক কিছু। এগুলোকে আমরা শুধুই একটি সংখ্যা হিসেবে দেখিনি আর ভবিষ্যতেও দেখবো না। কারণ কী তাহলে? কারণ আছে। অনেক অনেক কারণ। বাংলাদেশ এই শব্দটা আক্ষরিক ও ব্যবহারিক অর্থে বিশ্বের মানচিত্রে ছাপা হয় ১৯৭১ এর ডিসেম্বরের ১৬ তারিখের পর থেকে। এর আগে কেন লেখা হয়নি?

কারণ আছে। অনেক অনেক কারণ। এত কারণ বলা বা লেখা কিংবা উচ্চারণে আমরা দেশপ্রেম অনুভব করি। কিন্তু ভাবুন তো কী হয়েছিল এই একাত্তরের ১৬ ডিসেম্বরের আগে? অন্যায়? অবিচার? খুন? হত্যা? মারামারি? কাটাকাটি? রাহাজানি? ধর্ষণ? অন্যায়ভাবে কারো উপর হামলা? কারো জমিজমা কেড়ে নেয়া? কারো মুখের খাবার কেড়ে নেয়া? আর কী কী?

অনেক কিছু? হ্যাঁ,অনেক কিছু। তখনকার সময়ে যারা বেঁচে ছিলেন তারা একটা সময়ে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আমার বাবা-দাদাদের আমলের কথা। আমি দেখিনি। তবে যখন শুনি গায়ের পশমগুলোও দাঁড়িয়ে যায়। কিন্তু তাদের মতো অতটা চেতনাবোধ হয়তো কাজ করে না। শুধু কি আমার? না, এখনকার জীবিত কারোরই কাজ করে না। আমরা গত হয়ে যাওয়া যুদ্ধ, লাশের সংখ্যা, ধর্ষণ, ধর্ষিতার সংখ্যা, মা-বোনের উপর নির্যাতন এসব বলছি, লিখছি কারণ দেশপ্রেম এখানেই নিহিত।

আচ্ছা, তখন যুদ্ধ হয়েছিল কেন? একজন দেশনায়ক ছিল। তার ডাকে সাড়া দিয়ে দেশের আপামর জনসাধারণ ঝাঁপিয়ে পড়েছিল দেশ তথা মাকে রক্ষা করতে। দেশ স্বাধীন হলো। মরলো ত্রিশ লাখ বাঙালি আর লক্ষ লক্ষ মা বোন হারারো সম্ভ্রম। এরপরও কি স্বাধীনতা নামক শব্দটার পুরোপুরি স্বাদ আমরা পেলাম? পেলাম না কেন? একটা স্বাধীন দেশে কেন এখনো পরাধীনতার গ্লানি বয়ে বেড়াবে জনগণ? কেন সেই পরাধীন জাতির মতো আজো মা-বোনেরা সম্ভ্রম হারাবে? কেন অবৈধ হত্যাকাণ্ড নির্লজ্জ বেহায়ার মতো বেড়েই চলেছে?

আজ তাহলে জাতি কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? যুদ্ধ ঘোষণা করলে সেই লজ্জা কোথায় রাখবে এই স্বাধীন জাতি? আমাদের নেতা কি একাত্তরের পর আর জন্ম নেয়নি বাংলাদেশে অথবা নির্বাচিত হননি যার ডাকে অন্যায় রুখে দাঁড়াতে সমবেত হবে আপামর জনগণ? কই, দেশ স্বাধীন হবার পর কত কত নেতাকেই তো নির্বাচিত করলাম, কেন কোনো নেতা আমাদের পূর্ণ স্বাধীনতা দিতে পারলো না? তাহলে লজ্জাটা আসলে কার?

লজ্জা কি সেই ত্রিশ লাখ শহীদের প্রতি ছুড়বো যারা জীবন বাজি রেখে অথবা জীবনকে উৎসর্গ করেছিল জাতিকে স্বাধীনতা কিংবা দেশকে স্বাধীন করবার জন্য? নাকি লজ্জা আর ঘৃণা ছুড়ে দেবো দেশের প্রতি? নাকি জনগণের প্রতি? নাকি স্বাধীন দেশে জন্ম নেয়া পরবর্তী সকল মানুষের ঘুমন্ত বিবেকের প্রতি?

লেখক: কবি