শোক দেখানো শেষ, এবার একটু ক্ষোভ দেখান

রিফাত বিন সালাম

প্রকাশিত : মার্চ ১৩, ২০১৮

শোক দেখানো শেষ হয়েছে?
এবার একটু ক্ষোভ দেখান...

একই দিনে বাংলাদেশের জন্য দুটি বড় ধাক্কা। ওদিকে এক ছাত্রনেতাকেও নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে, এ জাতি শোকে প্রায় পাথর। পুরোজাতি মৃতপ্রায়! এমনকি দুর্নীতিবাজ ‘বিমান মন্ত্রণালয়’ও শোক প্রকাশ করেছে। যারা হাজার হাজার কোটি টাকা মেরে মানুষের জীবনকে অনিরাপদ করে তুলছে, তারাও শোক প্রকাশ করেছে।

যেখানে যাই সেখানেই দেখি, শোক আর শোক। যদিও দু’দিন পর সব শোক উড়ে যাবে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ শুরু হলে...। নেপালের কাঠমুন্ডুতে বিমান বিধ্বস্ত হয়ে বাংলাদেশিসহ প্রায় অর্ধশতাধিক নিহত হয়েছেন। যান্ত্রিক ত্রুটি হতেই পারে। উন্নত দেশেও হয়। কিন্তু বাংলাদেশ বিমান মন্ত্রণালয় যে কত বড় দুর্নীতিবাজ প্রতিষ্ঠান অনলাইনের যুগে সে প্রমাণ পেতে শুধু সার্চ অপশনে যেতে হবে। ফলে এ ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে সস্তা শোক জানানো স্রেফ একটা নাটক।

মৃত মানুষগুলোর জন্য অন্তত ক্ষোভ দেখান। নিয়মিত রাষ্ট্রকে ধাক্কা দেয়া উচিত, সেটা ভোটে হোক বা রাস্তায়। অন্ততপক্ষে যে কোনো মাধ্যমে এ দুর্নীতি নিয়ে ব্যাপক আলাপ জরুরি। শোকের সাথে ক্ষোভও জানান। এছাড়া এ তদন্ত কমিটিও ‘তনু হত্যা তদন্ত কমিটি’র মতো হাওয়া হয়ে যাবে। ফলে আসল ঘটনা চাপা পড়ে যাবে...

একই দিনে মিরপুরের বস্তিতে প্রায় পাঁচ হাজার ঘর পুড়ে গেছে। পঁচিশ হাজার মানুষ নিঃস্ব, রাস্তায়। তদন্ত কমিটিও হয়েছে। সহজ হিসেব, কয়েকদিনের ব্যবধানেই সেখানে গড়ে উঠবে আবাসন প্রকল্প। কারণ বস্তিতে কেন আগুন লাগে, সে ইতিহাস সবার জানা। এই মিরপুরে ১১জনকে পুড়িয়ে মারা হয়েছিল, মনে আছে? শুধু প্রমাণের অভাবে অপরাধীরা ছাড় পায়। আর প্রমাণ হবে তখনই যখন এসব নামে মাত্র তদন্ত কমিটিগুলো কাজ করবে। আর তারা তখনই কাজ করবে যখন আপনারা শোকের সাথে তীব্র ক্ষোভ আর ঘৃণা দেখাবেন।

 

লেখক: কলামিস্ট, কার্টুনিস্ট ও বিশ্বাভারতীর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী