মিতু আখতার

মিতু আখতার

সাহসী কিশোরীর বাংলা চ্যানেল জয়

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২০, ২০১৮

 

বাংলা চ্যানেল জয়ি প্রথম কিশোরী মিতু আখতার(১৬)। প্রথম বারের মত কোন কিশোরী বাংলা চ্যানেল জয় করেন। ১৬ দশমিক ১ কিলোমিটা দীর্ঘ এই চ্যানেলটি জয় করতে মিতু আখতার সময় নেন ৪ ঘন্টা ৩২ মিনিট ৫১ সেকেন্ড।

গত সোমবার বাংলা চ্যনেল জয় করতে দুই জন কিশোরী সহ ২৮ জন সাতারু অংশ নেন। তার মধ্যে ১৮ জন সফল হন ।

এই দেশে নারীরা আর পিছিয়ে থাকবে না। তার সাফল্যে অন্য নারীরা উৎসাহিত হবে। এমন একটি বার্তা সমাজে পৌঁছে দিতেই এই উদ্যেগ নিয়েছিলেন মিতু।

এছাড়াও সব চেয়ে কম সময়ে বাংলা চ্যানেল পার হওয়ার রেকর্ড করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম। তিনি ভারতের সাঁতারু রিতু কেডিয়ার করা ৩ ঘন্টা ৪০ মিনিটের করা রেকর্ডটি ভেঙ্গে ফেলেন। সাইফুল ইসলাম ৩ ঘন্টা ৮ মিনিট ৭ সেকেন্ডে বাংলা চ্যানেল পার করেন।

 

প্রয়াত আলোকচিত্রী কাজী হামিদুল হকের স্বরণে এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির এবং বাংলাদেশ এডিবল অয়েলের সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ আবদুল্লাহ আল মুহিন।