‘সোনার মতো দামি’ সিনেমা বানাচ্ছেন পরীমনি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ১১, ২০১৮

সোনার মতো দামি সিনেমা বানাতে প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন লাস্যময়ী অভিনেত্রী পরীমনি। তার প্রতিষ্ঠানের নাম, সোনার তরী মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে পরীমনি শুক্রবার প্রতিষ্ঠানের লেগো উন্মোচনের পাশাপাশি নতুন ছবির নাম ঘোষণা দিলেন। সিনেমার নাম ‘ক্ষত’। পরিচালনা করবেন শামীম আহমেদ রনী।

এফডিসির সাত নম্বর ফ্লোরে শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠানের আয়োজন করেন পরীমনি ও তার টিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবু, এমপি, নুরজাহান বেগম মুক্তা, এমপি, চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ, মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক খোরশেদ আলম খসরু, খল অভিনেতা মিশা সওদাগর প্রমুখ অভিনয়শিল্পী।

অনুষ্ঠানে পরীমনি বলেন, “এটা আমার স্বপ্ন। এ প্রতিষ্ঠান থেকে সোনার মতো দামি ছবি বানানো হবে। ‘ক্ষত’ কোনো প্রেমের ছবি নয়, বরং বেদনার গল্প।”

পরিচালক শামীম আহমেদ রনী বলেন, “পরীমনি তার প্রথম প্রযোজিত ছবিতে আমাকে পরিচালক হিসেবে রেখেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। আমি তাকে দেবি বলে ডাকি। দেবি আমাকে একদিন বললেন, সে এমন একটা ছবিতে অভিনয় করতে চান, যেখানে সে নায়িকার মতো নন, একজন প্রকৃত অভিনেত্রীর মতো কাজ করতে চান। একইভাবে হিরো তার হিরোইজম না দেখিয়ে অভিনয়টা দেখাবেন। সেভাবে আমাদের গল্প তৈরি হয়েছে। এমন সিনেমা এর আগে আমি কখনো করিনি।”

সিনেমার কাহিনি-গল্প শামীম আহমেদ রনী, চিত্রনাট্য করেছেন আব্দুল্লাহ জহির বাবু। এ ছবির জন্য মাথার সব চুল কাটার পাশাপাশি ভিন্ন এক লুকে দেখা মিলল জায়েদ খানের। অনুষ্ঠানে একটি ভিডিওয়ের মাধ্যমে তাদের লুক প্রকাশ হরা হয়।

জায়েদ খান বলেন, “পনেরো দিন ধরে আমার চুলের এ অবস্থা। খুব কষ্ট করে চুলের এই কাট আড়াল করে রেখেছি। এখন প্রকাশ্যে আসতে পেরে অনেক ভালো লাগছে। এপ্রিলের শেষে সিলেটে শুরু হবে ‘ক্ষত’ ছবির শুটিং।”