স্তব্ধ হয়ে যাই

আশিক সরওয়ার হৃদ

প্রকাশিত : জুলাই ০৪, ২০১৮

শাহবাগে কোটা সংস্কার আন্দোলনের যেসব নারী `ম্যান হ্যান্ডেলড` হয়েছেন, হ্যারাসড হয়েছেন, নির্যাতিত হয়েছেন। তাঁদেরই একজন আমার ফেবু লিস্টেও আছেন। কি আশ্চর্য সেই তিনিই দেখছি তাঁর সাথে এমন অন্যায় সংঘটনের পরে ফেবুতে কবিতা লিখছেন! আর সেও কি কবিতা, হিম হয়ে যাই পড়ে, নির্বাক হয়ে যাই, স্তব্ধ হয়ে যাই।

 

সঙ্গত কারনেই আমি তাঁর নাম প্রকাশ করছি না এখানে। নাম প্রকাশ করলেই তাকে নতুন করে ফ্রেন্ড রিকোয়েস্টের যন্ত্রনা সহ নানাবিধ আরো যন্ত্রনা পেতে হবে। আমি তা চাই না। আমি চাই শুধু তাঁর লিখা কবিতাটি শেয়ার করতে। আপনারা নিজেরাই পড়ে দেখুন!

আশীর্বাদ____

আমার বাম স্তনে হাত দেয়া ছেলে দুটো আবার তার বাবা মার কোলে ফিরে যাক,

যে সাতজন টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিলো আমাকে,

তারাও ফিরে যাক তাদের প্রেমিকার কাছে।

আশ্রয় নিক প্রিয়তমার বাহুডোরে...

কিংবা আমারই মতো কোনো এক নারীর ছায়াতলে।

আমি জেনে গেছি, এই বাংলা তাদের।

আমি এ ও জেনে গেছি...

বাংলার বাতাসে ছড়িয়ে পরেছে কিছু বিষাক্ত কুলাঙ্গারের নিঃশ্বাস,

পরিত্রাণ নেই কোথাও।

আমার স্তনে যে সাত সুপুরুষের চিহ্ন লেগে আছে তারা সংসারী হও।

তাদের কোলে জন্ম নিক ফুটফুটে দুটো মেয়ে...

দিব্যি দিয়ে বলছি, এ আমার আশীর্বাদ।