অস্কার মনোনয়ন ঘোষণা, শীর্ষে ওপেনহাইমার

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ২৫, ২০২৪

পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহেইমারের জীবনীভিত্তিক আলোচিত চলচ্চিত্র ‘ওপেনহাইমার’ ১৩টি শাখায় অস্কারের জন্য মনোনীত হয়েছে।

ক্রিস্টোফার নোলেন পরচিালিত এ সিনেমাটি এবার সর্বোচ্চ শাখায় একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের জন্য মনোনীত হলো।

বার্বির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়ায়ের পর তিন ঘণ্টার এই ফিল্মটি সর্বোচ্চ মনোনয়ন পেয়েছে। এছাড়াও সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ সব গুরুত্বপূর্ণ শাখায় মনোনয়ন পেয়েছে ওপেনহাইমার।

এছাড়াও সিনেমাটি কারিগরি ও শৈল্পিক ইফেক্টেসের জন্য চলচ্চিত্রটি অ্যাকাডেমির একাধিক মনোনয়ন পেয়েছে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১১ শাখায় মনোনয়ন পেয়ে অস্কারের মনোনয়ন তালিকার দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছেন স্কটিশ স্বাস্থ্যকর্মীর জীবনীভিত্তিক ফিকশনকে কেন্দ্র করে বানানো ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’।

১৯২০-এর দশকে ওকলাহোমাতে ওসেজ নেশনের সদস্যদের হত্যার বিষয়ে মার্টিন স্কোরসেসের ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ১০টি মনোনয়ন পেয়েছে।

গ্রেটা গারউইগের ‘বার্বি’ মাত্র আটটি শাখায় এবং ব্র্যাডলি কুপার ‘মায়েস্ত্রো’ সাতটি শাখায় মনোনয়ন পেয়েছে।

সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হয়ে ইতিহাস গড়েছেন লিলি গ্ল্যাডস্টোন। তিনিই প্রথম আদিবাসী আমেরিকান অভিনেত্রী, যিনি অস্কারের মনোনয়ন পেয়েছেন।

ঢাকা চলচ্চিত্র উৎসবে মঙ্গলবারের সিনেমাঢাকা চলচ্চিত্র উৎসবে মঙ্গলবারের সিনেমা
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন হায়াও মিয়াজাকির শেষ ফিল্ম ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’। এই মনোনয়নের সঙ্গে মিয়াজাকি চতুর্থবারের মতো অস্কারের জন্য মনোনীত হলেন।

আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজন হবে এই অনুষ্ঠানটি। চতুর্থ বারের মত অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জিমি কিমেল।

সেরা ছবি
• আমেরিকান ফিকশন
• অ্যানাটমি অব আ ফল
• বার্বি
• দ্য হোল্ডওভারস
• কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন
• মায়েস্ত্রো
• ওপেনহেইমার
• পাস্ট লাইভস
• পুওর থিংস
• দ্য জোন অব ইন্টারেস্ট

সেরা পরিচালক
• জাস্টিন ত্রিয়েত (অ্যানাটমি অব আ ফল),
• মার্টিন স্করসেজি (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন)
• ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার)
• ইয়োর্গস লান্থিমোস (পুওর থিংস)
• জোনাথন গ্লেজার (দ্য জোন অব ইন্টারেস্ট)

সেরা অভিনেতা
• ব্র্যাডলি ক্রুপার (মায়েস্ত্রো)
• কোলম্যান ডমিঙ্গো (রাস্তিন)
• পল জিম্যাটি (দ্য হোল্ডওভারস)
• কিলিয়ান মারফি (ওপেনহেইমার)
• জাফ্রি রাইট (আমেরিকান ফিকশন)

সেরা অভিনেত্রী
• অ্যানেট বেনিং (নায়াড)
• লিলি গ্ল্যাডস্টন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন)
• সান্দ্রা হলার (অ্যানাটমি অব আ ফল)
• কেরি ম্যালিগান (মায়েস্ত্রো)
• এমা স্টোর (পুওর থিংস)

সেরা সহকারী অভিনেতা
• স্টার্লিং কে ব্রাউন (আমেরিকান ফিকশন)
• রবার্ট ডি নিরো (কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন)
• রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
• রায়ান গসলিং (বার্বি)
• মার্ক রাফালো (পুওর থিংস)

সেরা সহকারী অভিনেত্রী
• এমিলি ব্লান্ট (ওপেনহাইমার)
• ড্যানিয়েল ব্রুকস (দ্য কালার পারপোল)
• আমেরিকা ফেরেরা (বার্বি)
• জোডি ফস্টার (নায়াড)
• ডা`ভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম
• ইও ক্যাপটানো (ইতালি)
• পারফেক্ট ডেস (জাপান)
• সোসাইটি অফ দ্য স্নো (স্পেন)
• দ্য টিচার্স লাউঞ্জ (জার্মানি)
• দ্য জোন অফ ইন্টারেস্ট (যুক্তরাজ্য)

সেরা অ্যানিমেটেড বৈশিষ্ট্য
• দ্য বয় অ্যান্ড দ্য হেরন
• এলিমেন্টাল
• নিমোনা
• রোবট ড্রিমস
• স্পাইডার-ম্যান: একরোস দ্য স্পাইডার-ভার্স

সেরা তথ্যচিত্র বৈশিষ্ট্য
• ববি ওয়াইন: দ্য পিপলস প্রেসিডেন্ট
• দ্য ইটারনাল মেমোরি
• ফোর ডটার্স
• টু কিল আ টাইগার
• টোইনটি ডেইজ ইন মারিউপোল