হাইফেন ব্যবহারের নিয়ম
রুহ আবদুহুপ্রকাশিত : ডিসেম্বর ২৩, ২০২৫
একই শব্দ পরপর দুইবার বসলে মাঝখানে হাইফেন বসে। এ কথা এতদিন ধরে আমরা জেনে এসেছি। কিন্তু যতিচিহ্নের আধুনিক প্রয়োগরীতিতে বিষয়টি সর্বাংশে গ্রহণযোগ্য নয়। হাইফেন ব্যবহারে কয়েকটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেসব নিয়ম নিচে উল্লেখ করা হলো:
১. বিশেষ্য ও বিশেষণ একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে মাঝখানে হাইফেন বসবে। ক্রিয়াবাচক কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে মাঝখানে হাইফেন বসবে না।
২. একই শব্দ পরপর দুইবার বসে যদি ‘অনেক’ কিংবা ‘সব’ বোঝায়, তাহলে হাইফেন বসবে না। যেমন: বাড়ি বাড়ি গিয়ে ভোট চাও। এখানে অনেক বাড়ি বোঝাচ্ছে। আবার, বড় বড় আম কিনে আনো। এখানে অনেক আম বোঝাচ্ছে।
৩. একই শব্দ পরপর দুইবার বসে যদি সংখ্যাগত ধারণা প্রকাশ করে তাহলে হাইফেন বসবে না। যেমন: কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা।
৪. একই শব্দ পরপর দুইবার বসলে প্রতিটি শব্দ যদি যার যার নিজস্ব সত্তা হিসেবে অর্থ প্রকাশ করে এবং আলাদাভাবে অর্থ প্রকাশ করে তাহলে মাঝখানে হাইফেন বসবে না। যেমন: জনে জনে খবর দাও। এখানে জনে জনে বলতে প্রত্যেক ব্যক্তিকে আলাদাভাবে বোঝানো হচ্ছে। এখানে প্রতিটি জন আলাদা আলাদা।
৫. বিশেষণের একই শব্দ পরপর দুইবার বসলে শব্দ দুটি মিলে যদি একটি নির্দিষ্ট গুণ কিংবা ভাবকে প্রতিষ্ঠিত করে তাহলে হাইফেন বসবে না। যেমন: মিষ্টি মিষ্টি কথা, ঠাণ্ডা ঠাণ্ডা হাওয়া, লাল লাল ফুল। এখানে লাল, মিষ্টি কিংবা ঠাণ্ডা একটি নির্দিষ্ট ভাবকেই প্রতিষ্ঠিত করছে। নতুন কোনো অর্থ প্রকাশ করছে না। তাই এ ধরনের শব্দের মাঝখানে হাইফেন বসবে না।
৬. একই শব্দ পরপর দুবিার বসলে যদি মূল শব্দের অর্থ থেকে কিছুটা সরে গিয়ে নতুন কোনো অর্থ কিংবা বিশেষ একটি ভাব প্রকাশ করে, তাহলে হাইফেন বসবে। যেমন: গরম-গরম জিলাপি। এখানে গরম মানে শুধু গরম নয়, তাজা বা এইমাত্র তৈরি এমন একটি ভাব প্রকাশ করছে।
৭. একই শব্দ পরপর দুইবার বসলে যদি একই অর্থ বজায় রাখে, মানে অর্থের কোনো পরিবর্তন না-ঘটে, তাহলে হাইফেন বসবে না। যেমন: ছোট ছোট ফুল। ছোট মানে যা, ছোট ছোট মানেও তাই। দুটি ছোট ছোট শব্দ দিয়ে অনেক ‘ছোট’কে প্রকাশ করছে।
৮. দুটি ভিন্ন শব্দ মিলিত হয়ে জোড়া তৈরি হলে হাইফেন বসবে। যেমন: বাবা-মা, ছোট-বড়, উঁচু-নিচু।























