
‘আমাকে আ.লীগের বটবাহিনী টার্গেট করেছে, স্ত্রী-মেয়েও রক্ষা পায়নি’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ১৯, ২০২৫
স্ত্রী-মেয়েসহ আমাকে আওয়ামী লীগের বটবাহিনী টার্গেট করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন ও সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগের একটি বটবাহিনী আমাকে টার্গেট করছে। এই টার্গেট করার পদ্ধতি খুবই ভয়াবহ। আমাকে তো টার্গেট করছেই, আমার স্ত্রী, মেয়ে ও আত্মীয়-স্বজনদের ছবিও বিকৃত করা হয়েছে। এত ভয়াবহভাবে বিকৃত করেছে যে, অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।”
তিনি আরও বলেন, “তারা শুধু শেয়ার করছে না, পুরো অনলাইন স্পেসে আমার পরিবার ও আত্মীয়-স্বজনদের ছবি ছড়িয়ে টার্গেট করছে। এই অভিজ্ঞতা এতটাই তীব্র যে, আমাকে আমার ভাই-বোনসহ আত্মীয়-স্বজনদের আনফ্রেন্ড করতে হয়েছে। ১০ বছরে যাদের সঙ্গে ছবি তুলেছি, সেগুলো সব সরাতে হয়েছে। অনেক বছর পরে এসে আমি বুঝলাম, এটা কত বড় সমস্যা।”