
ইজরায়েলি হামলায় একদিনে গাজায় নিহত ৭৫
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ২২, ২০২৫
ইজরায়েলি বাহিনীর হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় ৭৫ ফিলিস্তিনি নিহত ও ৩০৪ ফিলিস্তিনি আহত হয়েছে। রোববার বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের মৃতদেহ হাসপাতালগুলোতে আনা হয়েছে। এর মধ্যে চারজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।’
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইজরায়েলি গণহত্যায় এখন পর্যন্ত ৬৫ হাজার ২৮৩ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৬ হাজার ৫৭৫ ফিলিস্তিনি আহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে ইজরায়েলি সেনাদের গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত ও ২৪ ফিলিস্তিনি আহত হয়েছে। এ পর্যন্ত সহায়তা সংগ্রহ করতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ২ হাজার ৫২৩ এবং আহতের সংখ্যা ১৮ হাজার ৪৭৩ জনের বেশি।
বিবৃতিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিতে শিশুসহ চারজন মারা গেছে। এ নিয়ে ক্ষুধাজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা ৪৪০, এর মধ্যে ১৪৭ জন শিশু।
আগস্টে খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর থেকে এখন পর্যন্ত ১৬২ জন মারা গেছে। এর মধ্যে ৩২ জন শিশু।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ১৮ মার্চ থেকে ইজরায়েলি সেনারা গাজায় নতুন করে হামলা শুরু করেছে। এতে এখন পর্যন্ত অন্তত ১২ হাজার ৭২৪ জন নিহত ও ৫৪ হাজার ৫৩৪ জন আহত হয়েছে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। এরই মধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইজরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করেছে।