ইরানকে কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৬

ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইজরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

বেনিয়ামিন নেতানিয়াহু, “ইরান যদি ইজরায়েলে হামলা চালায় তাহলে তেহরানকে এমন এক শক্তির মুখে পড়তে হবে, যা তারা আগে কখনও দেখেনি। সাম্প্রতিক বিক্ষোভ ও রক্তক্ষয়ী দমন-পীড়নের পর ইরানকে তেল আবিব খুব ঘনিষ্ঠভাবে নজরে রাখছে।”

তিনি আরও বলেন, “ইরানের ভবিষ্যৎ কী হবে, তা কেউ বলতে পারে না। তবে দেশটি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না। যে-কোনো সংঘাতে তেহরানকে অপূরণীয় পরিণতির মুখে পড়তে হতে পারে।”

নেতানিয়াহুর কাছ থেকে এমন সময় এই বক্তব্য এলো যখন ইরানের রক্তক্ষয়ী দমন-পীড়ন নিয়ে তেহরানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দিকে পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইরানে চলা বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৪ হাজার ২৯ জন নিহত হয়েছে। ২৬ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, নিহতদের মধ্যে ৩ হাজার ৭৮৬ বিক্ষোভকারী, ১৮০ নিরাপত্তা বাহিনীর সদস্য, ২৮ শিশু এবং ৩৫ এমন ব্যক্তি যারা বিক্ষোভে অংশই নেয়নি। তাদের আশঙ্কা, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।

ইরানে সরকার ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় স্বাধীনভাবে এই মৃত্যুর সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: এনডিটিভি ও সিনহুয়া