ইসলামি চিন্তাবিদ মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহর আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ২৬, ২০২৫

ইসলামি চিন্তাবিদ ও সাহিত্যিক মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহর আজ জন্মদিন। ১৮৬১ সালের ২৬ ডিসেম্বর যশোরের ছাতিয়ানতলা গ্রামে তার জন্ম।

মেহেরুল্লাহর আনুষ্ঠানিক লেখাপড়া কতটুকু ছিল সে বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায় না। তবে তার লেখা প্রতিটি বই এতই পাণ্ডিত্যপূর্ণ ও সুলিখিত যে, বিজ্ঞ পাঠকমাত্রকেই তা অভিভূত করে ফেলে।

তার তীক্ষ্ণবুদ্ধি ও প্রত্যুৎপন্নমতিত্বের সাহায্যে তৎকালীন উচ্চ শিক্ষিত এবং সরকারি মদদপুষ্ট খ্রিস্টান পাদ্রিদের ধর্ম প্রচারের গতিকে বিঘ্নিত করেছিলেন। তিনি ইসলাম ধর্মসহ বিভিন্ন ধর্ম বিষয়ক গ্রন্থ রচনা করেন।

যশোর শহরে দর্জিগিরি করে তিনি জীবকা নির্বাহ করতেন। এ সময় খ্রিস্টান পাদ্রিরা ইসলাম ধর্ম বিরোধী প্রচারে এবং ইসলামের কুৎসা রটনায় তৎপর ছিল। মুন্সী জমির উদ্দিন নামের এক মুসলমান পাদ্রিদের প্ররোচনায় খ্রিস্টাননধর্ম গ্রহণ করে এলাহাবাদের ডিভিনিটি কলেজের উচ্চতর ডিগ্রি নিয়ে রেভারেন্ড জন জমির উদ্দিন নাম ধারণ করেন।

পাদ্রি জমির উদ্দিন ইসলাম ও কোরআনের বিরুদ্ধে লিখতে শুরু করেন। তখন মুনশী মেহেরুল্লাহ সাথে এক বিতর্কে তিনি পরাজিত হয়ে পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি নিরপেক্ষ থাকেন। তিনি ১৯০৭ সালে মাত্র ৪৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

মুনশি মেহেরুল্লাহ তার তাবলিগি মিশনের সহায়ক হিসেবে যেসব বই লিখেছেন তা হলো, খৃষ্টীয় ধর্মের অসারতা, মেহেরুল ইসলাম, বিধবা গঞ্জনা, হিন্দু ধর্ম রহস্য বা দেবীলীলা, রদ্দে খৃষ্টান ও দলিলুল ইসলাম, পান্দেনামা ও জওয়াবে নাসারা।

মৃত্যুর পর ১৯০৯ সালে তৎকালীন সরকার তার বিধবা গঞ্জনা ও হিন্দু ধর্ম রহস্য বই দুটি বাজেয়াপ্ত করে।

বর্তমানে সুহৃদ প্রকাশন (৪৫, বাংলাবাজার, ঢাকা) হতে দু`খণ্ডে মুন্সী মেহেরউল্লা রচনাবলি প্রকাশিত হয়েছে। এছাড়া মুন্সী মেহের উল্লাহ রিসার্চ একাডেমি হতেও তার রচনাবলি প্রকাশিত হয়েছে।