আক্রান্ত | সুস্থ | মৃত | |
---|---|---|---|
বাংলাদেশ | ৫৪৫৮৩১ | ৪৯৬১০৭ | ৮৪০০ |
বিশ্বব্যাপী | ১১৪০০০৫৯৫ | ৮৯৫৬৩৭৯৪ | ২৫২৯৫৯৩ |

উজ্জ্বল রহিম
উজ্জ্বল রহিমের পাঁচটি কবিতা
প্রকাশিত : জানুয়ারি ০৪, ২০২১
আমাদের গ্রাম
মাঠের পর মাঠ ধান আর ধান
তলার হাওড়ের দক্ষিণ কোণে
দেওশহিলা ছালাকান্দা গ্রাম
বেশ তার নাম
চাষ পেঁয়াজ রসুন হলুদ মরিচ
আদা জিরা ধনিয়া বাদাম
কম গাছ কাঁঠাল লিচু সুপারি
নারকেল কলা আম জাম
এখানে কৃষক গরু লাঙল জোয়াল
নদীতে বিলে বিলে রুই আইর বোয়াল
বিস্তৃত মাঠে মাঠে ফসলের সমাহার
ছয় মাস হেমন্ত বাকি ছয় বর্ষার
যতো দূর চোখ যায় পানি আর পানি
এক খণ্ড মাটিতে ছোট্ট গ্রামখানি
হাওড়ের বুকে ভেসে যায় নৌকা শত শত
মাঝিরা সব ঠিক নিশানায় ব্রত
অনেক দূরের গ্রামগুলো ক্ষুদ্র দেখো কতো
বন্ধুগণ আমন্ত্রণ ফতেপুর উচিতপুর মদন
নীরবতা
অন্ধকারে সবকিছু চুপচাপ নীরব
পৃথিবীর এ নীরবতা মানুষের জন্য
শান্তিময় কল্যাণময়
নিজের সাথে নিজের সাক্ষাৎ
প্রশ্নের উত্তর জানা নাই
এ জগৎ সামান্য এ সময় ক্ষীণ
প্রতিমুহূর্ত কত প্রাণের আসা যাওয়া
সময়ের কোনো এক সময়ে
আমাদের জীবনও জেগেছিল কিছুক্ষণ
হায় তোফাজ্জল
হায় তোফাজ্জল
তুমি আজ কত দূরে
কত সত্য বাস্তব
তুমি নাই কোথাও কোনো সংসারে
তোমার সাথে আমার কত মিল ছিল
কত টান আর কত দরদ ভাব ছিল
কত সময় কত কথা কত কাছের জীবন ছিল
আমার ছবি
সন্তান যখন আঙুল ধরে হাঁটে
প্রশ্ন করে
শোনে বোঝে
মজা খেতে দোকানে যায়
কাঁধে চড়ে, নির্মল হাসে
আর বুকে চুপচাপ ঘুমিয়ে থাকে
এ সময়গুলোই জীবনের আনন্দ
ভালো লাগার বিশেষ গন্ধ
সন্তানের মুখ থেকে বাবাডাক
সবচেয়ে বেশি মধুর আপন
এ আমার ছবি
যে জীবন কবির
যে জীবন কবির
ধীর আবির নদীর তীর
রূপক আর ইঙ্গিতময়
সে জীবন বিশুদ্ধ স্নিগ্ধ
গৌরবময়
সে জীবন পর্যটক সময়
দৃশ্যক
জীবন গভীর সাধক