কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ০৫, ২০২৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় চট্টগ্রামমুখি যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখি একটি মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বলেন, “হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মাঝে ৪ নারী ও ১ শিশু রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটো মালুমঘাট হাইওয়ে থানায় হেফাজতে নেয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। নিহত ও আহতদের নাম-ঠিকানা জানার প্রচেষ্টা চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বেপরোয়া গতির যাত্রীবাহী মারছা বাসের সাথে সংঘর্ষ লাগে নোহা মাইক্রো বাসের। সংঘর্ষে নোয়া মাইক্রো বাসটি দুমড়ে মুচড়ে যায়। মারছা বাসের সামনের আয়না ও দরজাসহ নানা অংশের ক্ষতি হয়

দুর্ঘটনায় সড়ক থেকে নোহাটি রাস্তার ধারে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।