কথাসাহিত্যিক আবু রুশদের আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ২৫, ২০২৫

কথাসাহিত্যিক আবু রুশদ মতিনুদ্দিনের আজ জন্মদিন। ১৯১৯ সালের ২৫ ডিসেম্বর কলকাতায় তার জন্ম। তার বাবা সৈয়দ আবদুল করিম ও মা আমাতুজ জোহরা।

আবু রুশদ কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজিতে স্নাতক (সম্মান) ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর হুগলির মহসীন কলেজে ইংরেজির প্রভাষক হিসেবে চাকরিজীবন শুরু করেন।

১৯৫১ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করতে যান। তিনি ইসলামিয়া কলেজ (কলকাতা), ঢাকা কলেজ, রাজশাহী কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

বাংলা সাহিত্যে এবং অনুবাদ সাহিত্যে তিনি অনন্য অবদান রেখেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো এলোমেলো, বিয়োগ ব্যথা, সামনে নতুন দিন, নোঙ্গর, অনিশ্চিত কাহিনী, স্থগিত দ্বীপ।

সাহিত্যে অবদানের জন্য তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন। তার মধ্যে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, আদমজী পুরস্কার, শেরে বাংলা গোল্ড মেডেল অন্যতম।

২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি ৯১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।