কবি আবু হেনা মোস্তফা কামালের জনপ্রিয় ৫ সংগীত
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৫
কবি ও গীতিকার আবু হেনা মোস্তফা কামালের আজ মৃত্যুদিন। ১৯৮৯ সালের ২৩ সেপ্টেম্বর তিনি মারা যান। অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা তিনি। কালজয়ী সেসব গান এখনও এ দেশের মানুষ মুগ্ধ হয়ে শোনে। ছাড়পত্রের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে তার জনপ্রিয় ৫টি গান পুনর্মুদ্রণ করা হলো:
অনেক বৃষ্টি ঝরে তুমি এলে
অনেক বৃষ্টি ঝরে তুমি এলে
যেন একমুঠো রোদ্দুর আমার দুচোখ ভরে
তুমি এলে।
কত বেদনার বিষণ্ণ মেঘে ভেসে ভেসে
এলে তুমি অবশেষে।
তাই বাতায়নে ময়ূরেরও ঝিলিমিলি ঝিলিমিলি
আজ সারাদিন ধরে।।
আমার দুচোখ ভরে তুমি এলে...
আমি যেন এই আলোর খেয়ায়
আনমনে ভেসে যাই
কোন স্বপ্নেরও দেশে যাই।
কত শিউলি আনন্দ যায় ডেকে ডেকে
দূর বনভূমি থেকে।
তুমি এলে যেন এক মুঠো চঞ্চল চঞ্চল
খুশি এলো অন্তরে।।
আমার দুচোখ ভরে তুমি এলে...
আমি নদীর মতো কত পথ ঘুরে
আমি নদীর মতো কত পথ ঘুরে
তোমার জীবনে এসেছি
আমি সাগরের মতো গভীর হয়ে
তোমায় যে ভালবেসেছি, ভালবেসেছি।।
তুমি তো জানো না আমি
কতবার বেঁধেছি আমার মন
শোনাতে তোমায় কণ্ঠ আমার
কত যে গোপনে সেধেছি।।
আমি কুসুমের মতো
নিজেরে করেছি রচনা
তোমারে নিয়ে যে কত স্বপ্ন
কত যে স্বপ্ন জান না।
কলির মতো নিজেরে রাঙায়ে
মনের যত না স্বপ্ন সাজায়ে
নয়নে নয়নে চেয়ে চেয়ে আমি
ফুলের মতো হেসেছি।।
এই পৃথিবীর পান্থশালায়
এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান
কান্না হয়ে বাজে,
কেন বাজে আমার প্রাণ!!
কেউ চলে যায় কেউবা আসে
দু’দিনের এই পরবাসে।
কেউ বোঝে না কারো হাসি অভিমান।।
এই যোগ-বিয়োগের রঙ্গ মেলায়
এলাম কেন তবে
বাজলে বাঁশি আবার যদি ফিরেই যেতে হবে।
কিছুই দিতে পারবো না যে
আমার সকল গানের মাঝে।
অশ্রু বুঝি তাই ঝরে অফুরান।।
নদীর মাঝি বলে এসো নবীন
নদীর মাঝি বলে এসো নবীন,
মাঠের কবি বলে এসো নবীন,
দেখেছি দূরে ঐ সোনালী দিন।।
পেয়েছি সাগরের মাতাল ঘ্রাণ,
শুনেছি ফসলের ঐক্যতান,
জেগেছে বন্দরে এবার প্রাণ।
এইবার খুলে দাও সকল পাল,
দু’হাতে তুলে নাও কঠিন হাল,
সমুখে সুন্দর আগামীকাল
ব্যথা বিহীন।
যায় যদি যাক প্রাণ
যায় যদি যাক প্রাণ
তবু দেব না দেব না
দেব না গোলার ধান।।
দেব না আমার মাঠের সবুজ আর
খামারে সাজানো ফসলের সম্ভার
আমি দেব না অবুঝ সবুজ সোনালি
রূপালি গলার গান।।
রক্তের দামে কিনেছি আমার প্রিয়তম স্বাধীনতা
রক্তেই আমি রাখব যে তার মান
তবু দেব না গোলার ধান।।
দেব না আমার পাখির মধুর গান,
ঝিরিঝিরি ঐ তটিনীর কলতান।
আমি দেব না অবুঝ সবুজ সোনালি
রূপালী ফুল বাগান।।























