
কবি সুকান্ত ভট্টাচার্যের আজ জন্মদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ১৫, ২০২৫
সাম্যবাদের কবি সুকান্ত ভট্টাচার্যের আজ জন্মদিন। ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়িতে তার জন্ম। বাবার নাম নিবারণ ভট্টাচার্য, মা সুনীতি দেবী।
ভারতে জন্মগ্রহণ করলেও কবির পূর্বপুরুষের নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। বর্তমানে কবির পিতৃভিটায় তার নামে সরকারিভাবে একটি অডিটোরিয়াম ও লাইব্রেরি করা হয়েছে।
কবির এ বাড়ি দেখার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসে। এছাড়া প্রতি বছর কবির জন্ম ও মৃত্যুদিনকে কেন্দ্র করে তার পূর্বপুরুষের ভিটায় গ্রামীণ মেলার আয়োজন করা হয়।
কবি সুকান্ত ভট্টাচার্য ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মারা যান। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে: ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান এবং হরতাল।