নতুন সামরিক ইউনিট গঠনের ঘোষণা পাকিস্তানের

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ১৫, ২০২৫

সামরিক বাহিনীর নতুন ইউনিট ‘আর্মি রকেট ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বিভিন্ন ধরনের রকেট, হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে এই রকেট ফোর্স। শত্রুপক্ষের যেকোনো আগ্রাসন ঠেকানোর পাশাপাশি পাল্টা আঘাত হানতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠন করা হবে এই উইং।

মে মাসে পাকিস্তান-ভারত যুদ্ধে পাল্টাপাল্টি হামলা বিভিন্ন ধরনের রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুই পক্ষ। ভারতীয় ভূখণ্ডে ফাতাহ মিসাইল হামলার দাবিও করে পাকিস্তান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় বিবৃতিতে জানায়, এটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত হবে। পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ-ক্ষমতা জোরদার করার ক্ষেত্রে এই বাহিনী বিরাট ভূমিকা রাখবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “আমি পাকিস্তানের আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা করছি। আধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত সামরিক বাহিনীর এ ইউনিট পাকিস্তানের সামরিক ক্ষমতা বৃদ্ধিতে মাইলফলক সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস।”

ধারণা করা হচ্ছে, চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের আদলে তৈরি করা হবে এ সামরিক বাহিনীর এ ইউনিট। যাদের কাজ হবে ব্যালিস্টিক, হাইপারসোনিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিভিন্ন পাল্লার রকেটের তদারকি করা। সূত্র: দ্য টেলিগ্রাফ