গাজায় একদিনে ১১৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইজরায়েল

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ০৪, ২০২৫

ইজরায়েলি হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় ১১৯ ফিলিস্তিনি নিহত ও ৮৬৬ ফিলিস্তিনি আহত হয়েছে। ববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইজরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৬০ হাজার ৮৩৯ জনে দাঁড়িয়েছে।

বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইজরায়েলি সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৬০ হাজার ৮৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ ফিলিস্তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় এখনও অনেক ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকে আছে। মানবিক সহায়তা নিতে গিয়ে ৬৫ ফিলিস্তিনি নিহত ও ৫১১ জনেরও বেশি আহত হয়েছে।

এর মধ্য দিয়ে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১ হাজার ৪৮৭ জনে দাঁড়িয়েছে। আর ২৭ মে থেকে আহত হয়েছে ১০ হাজার ৫৭৮ জন। সূত্র: আনাদোলু