
আল আকসা দখলের হুমকি ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ০৪, ২০২৫
আল আকসা মসজিদ ও পশ্চিমতীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে তিনি এ হুমকি দেন।
ইজরায়েল কাটজ পোস্টে লেখেন, “তিসা বা আভের দিন দ্বিতীয় টেম্পল ধ্বংসের ২ হাজার বছর পর পশ্চিম দেওয়াল ও টেম্পল মাউন্ট (আল আকসা) আবারও ইজরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে।”
তিনি আরও লেখেন, “ইজরায়েলকে ঘৃণাকারীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে। আমরা জেরুজালেম, পশ্চিম দেওয়াল এবং আল আকসা মসজিদে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে যাব।”
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী লেখেন, “আমি পশ্চিম প্রাচীরে গিয়েছিলাম। সেখানে জিম্মি ইজরায়েল সেনা ও ইজরায়েলিদের নিরাপত্তা ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছি।”
এর আগে রোববার আল আকসা প্রাঙ্গনে প্রার্থনা করেন ইজরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। আল আকসায় ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও এ কাজ করায় কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব।
বিবৃতিতে দেশটি বলেছে, আল আকসা মসজিদে ইজরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব। এ ধরনের কর্মকাণ্ড এ অঞ্চলে উত্তেজনা উস্কে দেবে। সূত্র: টাইমস অব ইসরাইল