গাজায় শিশুসহ অনাহারে মারা গেছে ১৫৯ ফিলিস্তিনি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ০১, ২০২৫

গাজায় গত ২৪ ঘণ্টায় ২ ফিলিস্তিনি অনাহারে মারা গেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শিশুসহ অনাহারে মারা গেছে ১৫৯ ফিলিস্তিনি।

অনাহারে মারা যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে কমপক্ষে ৯০ শিশু। বর্তমানে গাজায় শিশুদের জন্য ফর্মুলা পানীয়ের ঘাটতি রয়েছে।

মঙ্গলবার জাতিসংঘ-সমর্থিত বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছে,  গাজা দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি এখন চলছে।

ইজরায়েল জানিয়েছে, তারা গাজায় সাহায্য প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করছে না। এই দাবিগুলো ইউরোপে তার ঘনিষ্ঠ মিত্র, জাতিসংঘ ও গাজায় সক্রিয় অন্যান্য সংস্থাগুলো মেনে নিচ্ছে না।

গাজা হাসপাতাল সূত্র জানিয়েছে, বুধবার সকালে দক্ষিণ গাজার রাফাহ এলাকায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্রগুলো জানায়, বিতরণ কেন্দ্র উদ্বোধনের কিছুক্ষণ আগে জনতা সেখানে প্রবেশের চেষ্টা করেছিল। এসময় ইজরায়েলি একটি ট্যাংক তাদের ওপর হামলা চালায়।

জিএইচএফ জানিয়েছে, আজ তাদের স্থাপনায় বা তার কাছাকাছি কোনো হত্যাকাণ্ড ঘটেনি।

ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ‘সন্দেহভাজনদের’ সমাবেশ তাদের সৈন্যদের জন্য হুমকি। তাদের সরে যেতে বলা হয়েছে। পরবর্তীতে সেনাবাহিনী বিতরণ কেন্দ্র থেকে শত-শত মিটার দূরে সতর্কীকরণ গুলি ছোড়া হয়।

সেনাবাহিনী আরও জানায়, প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, নিহতের সংখ্যা আইডিএফ-এর কাছে থাকা তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সূত্র: মিডল ইস্ট আই ও বিবিসি