
সংগীতশিল্পী কবীর সুমন ....................................... ছবি: সংগৃহীত
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে কবীর সুমন
ছাড়পত্র ডেস্ক:প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৪
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী কবীর সুমন। সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় দক্ষিণ কলকাতার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকেই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কবীর সুমনের অবস্থা সংকটজনক এবং বর্তমানে তিনি অক্সিজেন সাপোর্টে রয়েছেন বলে জানা গেছে।
চিকিৎসকদের বরাতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হন কবীর সুমন। হাসপাতালে নেয়ার সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু হয়। এ শিল্পীর চিকিৎসায় মেডিকেল বোর্ডও গঠন করা হয়।
কবীর সুমনের ঘনিষ্ঠ শিল্পী মনীষা দাশগুপ্ত সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসাও শুরু হয়েছে। এই মুহূর্তে তার সঙ্গে দেখা করায় বিধিনিষেধ রয়েছে।
আগেও একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবীর সুমন। তখন তার শ্বাসকষ্ট ও গলায় ব্যথা হয়েছিল। শিল্পীকে মধ্যরাতে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছিল।