ঘরে মুরগির মাংস, আনন্দে সেজদা ফিলিস্তিনি শিশু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ৩০, ২০২৫

ইজরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত একটি ভবনের মধ্যে বসা ছিল ৩ শিশু। এ সময় বাবা মুরগির মাংস নিয়ে ঘরে ঢুকতেই শিশুরা উল্লাসে মেতে ওঠে। এ ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

 

সোমবার আল জাজিরা সেই ভিডিও পোস্ট করে ঘটনার বর্ণনা দেয়। ভিড্রিতে দেখা যায়, শিশুরা মুরগির মাংস দেখতে পেয়ে আল্লাহু আকবর বলে চিৎকার করে এবং বলতে থাকে, আল্লাহ মহান, এটা কী সত্যিই মুরগি। আমরা আবারও মুরগির মাংস খেতে যাচ্ছি। এ সময় এক শিশু আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে সিজদায় লুটিয়ে পড়ে।

 

আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি শিশুর হাতে আপেল দিয়ে তার নাম জানতে চাওয়া হলে, সে বলে তরমুজ। অর্থাৎ যুদ্ধের ভয়াবহতার মাঝে শিশুরা ফলের নামও ভুলে গেছে।

 

গাজায় ২ বছরের যুদ্ধে ভয়াবহ খাদ্যসংকটে ভুগেছে লাখ লাখ ফিলিস্তিনি। খাবার না পেয়ে অপুষ্টিতে ভুগে শত শত শিশু মারাও গেছে। পরিস্থিতি এমনও ছিল যে, অনেকে ঘাস, লতা-পাতা খেয়ে জীবন ধারণ করেছে।

 

এ অবস্থায় গাজায় ইজরায়েলি বর্বরতার মাঝে ফিলিস্তিনিদের কাছে পুষ্টিকর খাবার ছিল এক ধরনের বিলাসিত। কারণ ইজরায়েল বাহিনীর বৃষ্টির মতো বোমা বর্ষণের কারণে গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

 

স্কুল থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, হাসাপাতাল, শরণার্থী শিবির এবং হাটবাজারও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।