
চবি সংঘর্ষের মূলহোতা যুবলীগ কর্মী গ্রেফতার
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ০৫, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে টানা ৩ দিনের সংঘর্ষে করা মামলায় মো. হান্নানকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানিয়েছে, স্থানীয় যুবলীগ কর্মী হান্নান সংঘর্ষের মামলার এজাহারভুক্ত ৫৬ নম্বার আসামি। এ মামলায় হান্নান ১নং আসামি যুবলীগ নেতা হানিফের সহযোগী।
আজ শুক্রবার সকালে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, “বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুর ইউনিয়ন থেকে হান্নানকে গ্রেফতার করা হয়। এ মামরায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের মূলহোতা মো. হান্নানকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, তিনি সংঘর্ষে জড়াতে স্থানীয়দের প্রলুব্ধ করেছেন।”