
‘স্বৈরশাসক’ ট্রাম্পের অপসারণের দাবিতে উত্তাল ওয়াশিংটন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ০৭, ২০২৫
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েন করায় ট্রাম্পবিরোধী বিক্ষোভে পথে নেমেছে হাজারও মানুষ। তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে রাস্তায় টহলরত বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার ‘উই আর অল ডিসি’ শিরোনামের এ মিছিলে অংশ নেয় অনিবন্ধিত অভিবাসী ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থকেরাও। তারা হাতে ব্যানার নিয়ে স্লোগান দেয়, ‘ট্রাম্পকে এখনই যেতে হবে’, ‘ডিসিকে মুক্ত করো’, ‘স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ো’।
বিক্ষোভকারী অ্যালেক্স লফার বলেন, “আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা করছি। আমাদের রাস্তায় ফেডারেল পুলিশ ও ন্যাশনাল গার্ডের কোনো জায়গা নেই।”
ট্রাম্প আগস্টে শহরে অপরাধ দমনের কথা বলে সেনা মোতায়েন করেন। তার দাবি ছিল, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা’ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে বিচার বিভাগের তথ্য বলছে, ২০২৪ সালে ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধ ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বর্তমানে ৬টি রিপাবলিকান অঙ্গরাজ্য থেকে আসা ২ হাজারের বেশি সেনা শহরে টহল দিচ্ছে।
সেনাদের দায়িত্ব কবে শেষ হবে তা স্পষ্ট নয়। তবে ডিসির ন্যাশনাল গার্ডের কার্যাদেশ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ বৃদ্ধির কারণে জরুরি অবস্থা’ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট।
ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েনের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ৪ সেপ্টেম্বর মামলা করেছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব এই পদক্ষেপকে নজিরবিহীন, অপ্রয়োজনীয় ও অবৈধ বলে আখ্যায়িত করেন।
তিনি বলেন, “ওয়াশিংটন ডিসিতে কোনো অপরাধ বৃদ্ধির কারণে জরুরি অবস্থা নেই। বাস্তবে ডিসিতে সহিংস অপরাধের হার সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপকভাবে কমেছে। ২০২৩ থেকে ২০২৪ সালে ৩৫ শতাংশ কমে গেছে এবং চলতি বছর আরও ২৬ শতাংশ কমেছে।” সূত্র: রয়টার্স