চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে ঠেলে পাঠালো বিএসএফ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ১৪, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রোববার ভোরে তাদের আটক করে বিজিবি।
বিভীষণ বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিভীষণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/৭১ আর থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের লালমাটি নামক স্থান থেকে তাদের আটক করা হয়। তাদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।”
গোমস্তাপুর থানার ওসি আবদুল বারিক বলেন, “পুশ-ইনের শিকার বাংলাদেশি নাগরিকেরা পুলিশের হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
























