ছয় জেলায় আরও বাড়তে পারে শৈত্যপ্রবাহ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ০৪, ২০২৬
ছয় জেলায় চলমান শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শীতের তীব্রতা বেড়েছে।
ঠাকুরগাঁও ও শরীয়তপুরে হিমেল বাতাস বইছে এবং তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে। এই শীতে নিম্ন আয়ের মানুষ ও বহিরাগত শ্রমিকরা বিশেষভাবে বিপাকে পড়েছে।
হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীর চাপও বেড়েছে। শয্যার তুলনায় ভর্তি রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি। বিশেষ ঝুঁকিতে রয়েছে শিশু ও বৃদ্ধরা।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ কয়েক দিনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।























